X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২০, ১১:৫৫আপডেট : ২১ জুলাই ২০২০, ১১:৫৮

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩৭ হাজার ১৪৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত  রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৫৫ হাজার ১৯১। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৮৪।

শনাক্ত ও মৃতের সংখ্যার পাশাপাশি অবশ্য আশার আলোও দেখা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে। সরকারি তথ্য বলছে, ভারতে কোভিড- ১৯ থেকে সুস্থতার হার ৬২ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ ৭ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

করোনার মারণঘাতী হামলা থেকে বাঁচতে আরও বেশি করে পরীক্ষার ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ। যত মানুষের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে, দেখা গেছে যে তার মধ্যে ১১ দশমিক ১৪ শতাংশ মানুষ করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন।

এদিকে সোমবারই ভারতে এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণের হিসাবে নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস। রবিবার থেকে সোমবার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৪০ হাজার নতুন করোনা আক্রান্তের সন্ধান মেলায় আতঙ্ক আরও বেড়ে গেছে।

পরিসংখ্যান বলছে, ভারতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছোঁয়ার মাত্র তিন দিনের মাথায় এটি ১১ লাখ ছাড়িয়ে গেছে।

গত ১৪ জুলাই, ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ৯ লাখ। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে দুই লক্ষাধিক নতুন সংক্রমণ হয়েছে, যা খুবই উদ্বেগের বিষয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর যথাক্রমে রয়েছে তামিল নাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ ও গুজরাট।

এদিকে করোনাভাইরাসের বিরুদ্ধে অক্সফোর্ড ইউনিভার্সিটির সম্ভাব্য ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ উৎপাদনে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট। ফার্মাসিউটিক্যালস জায়ান্ট আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের সম্মিলিত প্রয়াসের এই ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে আশাবাদী গবেষকরা। সোমবার প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম দুই ধাপের ফলাফলও ইতিবাচক বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগস্ট মাস থেকে অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করবে সিরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আধার পুনাওয়ালা পিটিআইকে বলেন, আমরা তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা আস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে কাজ করছি। এছাড়া আগামী মাসে ভারতে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বর্তমান পরিস্থিতি ও সর্বশেষ তথ্য অনুসারে এই বছরের শেষ দিকে ভ্যাকসিনটি পাওয়া যাবে।

পুনাওয়াল আরও বলেন, সিরাম ইনস্টিটিউট অব ভারত আস্ট্রাজেনেকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় ভ্যাকসিনটির ১০০ কোটি ডোজ সরবরাহ করা হবে। এই ভ্যাকসিন ভারত এবং বিশ্বের মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোর জন্য উৎপাদন করা হবে। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া