X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এক বছরের জন্য হংকং-এর নির্বাচন স্থগিত

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২০, ১২:৩০আপডেট : ০১ আগস্ট ২০২০, ১২:৩২
image

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রেক্ষাপটে এর বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন এক বছরের জন্য পিছিয়ে দিয়েছে হংকং সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হংকং জানুয়ারির পর থেকে মহামারীর ‘সবচেয়ে খারাপ সময়’ পাড়ি দিচ্ছে জানিয়ে নেতা ক্যারি লাম শুক্রবার নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে বিরোধীরা বলছে, এটা জনগণকে ভোট দিতে না দেওয়ার ষড়যন্ত্র।

এক বছরের জন্য হংকং-এর নির্বাচন স্থগিত
বিবিসি জানায়, হংকংয়ে সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বেড়ে গেছে। শুক্রবার দেশটিতে নতুন ১২১ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। ক্যারি লাম শুক্রবার বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে বড় ধরনের লোক সমাগম থেকে সংক্রমণের ঝুঁকি এড়াতেই এটি প্রয়োজন।
সেপ্টেম্বরের নির্বাচনে হংকংয়ের গণতন্ত্রপন্থী শিবিরের বড় ধরনের জয়লাভের আশা ছিল। সরকারের নির্বাচন পেছানোর সিদ্ধান্ত তাদের জন্য একটি বড় ধাক্কা। বিরোধীদের অভিযোগ, সরকার মানুষজনকে ভোট দিতে না দেওয়ার জন্য মহামারীকে অজুহাত হিসাবে ব্যবহার করছে।
বৃহস্পতিবারই হংকং সরকার বৃহস্পতিবারেই নতুন নিরাপত্তা আইনের বিরোধিতাসহ আরও কয়েকটি কারণে ১২ গণতন্ত্রপন্থী প্রার্থীর নির্বাচনে দাঁড়ানো নিষিদ্ধ করেছে। এরপরই সরকার নির্বাচন পেছানোর সিদ্ধান্ত জানালো। নির্বাচন কবে হবে সে দিনক্ষণও জানাননি নেতা লাম।
বিরোধীদলীয় রাজনীতিবিদরা বলছেন, স্থানীয় নির্বাচনী আইনে নির্বাচন কেবল ১৪ দিনের জন্য পেছানো যায়। দীর্ঘদিন দেরি হলে হংকংয়ে ‘সাংবিধানিক সংকট দেখা দেবে’।
বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, নির্বাচন নিরাপদে অনুষ্ঠানের জন্য ভোটকেন্দ্রে কম সময় থাকার মতো বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে। নির্বাচন পুরো একবছরের জন্য পিছিয়ে দেওয়ার কোনও প্রয়োজন নেই।
তবে নেতা ক্যারি লাম বলছেন, দ্রুতগতিতে বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণ হংকংকে গ্রাস করছে। এতে নগরীর হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে।
তাছাড়া তার আরও যুক্তি, সেপ্টেম্বরে নির্বাচন হলে বিশেষত বয়স্ক ভোটাররা বেশি ঝুঁকিতে পড়বেন। চীনা মূল ভূখণ্ড এবং বিদেশেও হংকংয়ের অনেক নিবন্ধিত ভোটার আছেন। মহামারীর কারণে সীমান্তে কোয়ারেন্টিন ব্যবস্থা চালু থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে গত সাত মাসের মধ্যে তার নেওয়া ‘সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ বলেও লাম উল্লেখ করেন।

/বিএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না