X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ সম্পর্কে যা জানা গেছে

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২০, ১০:৪৫আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৬:২৪
image

মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন’ নিবন্ধনের কথা জানিয়েছেন। তবে ক্লিনিক্যাল ট্রায়ালের সব ধাপ অতিক্রম করার আগেই কী করে একটি ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো, তা নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন উঠেছে। ভ্যাকসিনটি সম্পর্কে এ পর্যন্ত যা জানা গেছে:

বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ সম্পর্কে যা জানা গেছে

স্পুটনিক ভি নামে ভ্যাকসিনটির নিবন্ধন সম্পন্ন করেছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি:

  • ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল অনুযায়ী টিকাটি কার্যকর ও নিরাপদ।
  • ভ্যাকসিন গ্রহণকারীদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।
  • ভ্যাকসিন গ্রহণকারীদের কারও গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
  • ভ্যাকসিন গ্রহণের ২ বছর পর্যন্ত ইমিউনিটি কার্যকর থাকবে।

 

যেভাবে ভ্যাকসিনের বণ্টন হবে

  • অচিরেই গণহারে ভ্যাকসিন উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
  • রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট ও সেখানকার বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি বিনোফার্মের তত্ত্বাবধানে গণহারে ভ্যাকসিন উৎপাদন করা হবে। 
  • ইতোমধ্যে বেশ কিছু দেশ রাশিয়ার কাছে ভ্যাকসিনটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

 

টিকা কর্মসূচি

  • স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের মধ্যে সবার আগে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
  • আগস্টের শেষ নাগাদ কিংবা সেপ্টেম্বরের শুরুতে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হবে।
  • ১ জানুয়ারি, ২০২১ থেকে সাধারণ মানুষের মধ্যে টিকা দেওয়া শুরু হবে।
  • টিকা প্রয়োগ হবে স্বেচ্ছামূলক।  

 

১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। ২২ জুলাই (বুধবার) রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের ভ্যাকসিনটি প্রস্তুত। এ মাসের শুরুতে (১ আগস্ট শনিবার) রাষ্ট্রীয় রুশ বার্তা সংস্থা আরআইএ স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানায়, অক্টোবর মাস থেকে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে রাশিয়াকে করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রেসিডেন্ট পুতিন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা ভ্যাকসিনটির ব্যাপারে সবুজ সংকেত পেয়ে গেছেন। এখন তারা গণহারে এটির উৎপাদন শুরু করবেন। পুতিন জানিয়েছেন, তার মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করার পর সামান্য জ্বরাক্রান্ত হয়েছিলেন। তবে দ্রুতই তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
রুশ হামলা ঠেকানোর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে: জেলেনস্কি
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’