X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সুদানে ভয়াবহ বন্যা, ৩ মাসের জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৯

বন্যা ও ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় একশ মানুষের মৃত্যু হয়েছে সুদানে। ডুবে গেছে লক্ষাধিক বাড়িঘর। দেশজুড়ে ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগের ঘোষণা করেছেন সুদানের কর্তৃপক্ষ। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সারা দেশে তিন মাসের জরুরি অবস্থাও জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সুদানে ভয়াবহ বন্যা, ৩ মাসের জরুরি অবস্থা জারি

সুদানের প্রতিরক্ষা ও সুরক্ষা কাউন্সিলের বৈঠকের পর কর্তৃপক্ষ তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করে। প্রতিবেশী দেশ ইথিওপিয়ায় অতি ভারী মৌসুমী বৃষ্টিপাতের ফলে আগস্ট মাস থেকেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওই সময় নীলনদের জল ১৭.৫ মিটার বৃদ্ধি পায়, যা সুদানের সেচ মন্ত্রণালয়ের মতে এই শতাব্দীর সর্বোচ্চ রেকর্ড।

১৯৮৮ সালের রেকর্ড ছাপিয়ে গেছে এবছর নীল নদীর জলস্তর। ১৯৮৮ সালের বিধ্বংসী বন্যায় সুদানের বেশ কয়েকটি জায়গায় কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। বাস্তুহারা হয়েছিলেন প্রায় ১ কোটি মানুষ।

সুদানের শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী লিনা আল শেখ দেশের ভয়াবহ বন্যাপরিস্থিতির কথা সংবাদমাধ্যমে জানান। বন্যায় শতাধিক প্রাণহানির পাশাপাশি সারা দেশে ৫ লাকের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ১০ লাখের বেশি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ভেঙে পড়েছে। সেপ্টেম্বরের শেষ অবধি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায়, আগামী সপ্তাহগুলিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে সুদান কর্তৃপক্ষ।

গত দুসপ্তাহের বৃষ্টিতেই যথেষ্ট খারাপ অবস্থা রাজধানী খার্তুমের। নীল নদের জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় অনলাইনে এলাকার মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসন। নগরীর বেশ কয়েকটি জেলায় বাসিন্দারা নিজস্ব উদ্যোগে ব্যারিকেড তৈরি করেন। আটকে থাকা বন্যার পানি বের করে দেওয়ার জন্য খাল কাটতেও দেখা গেছে স্থানীয়দের। বন্যার ফলে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেশের বেশ কিছু অঞ্চলে আটকে রয়েছে সাধারণ মানুষেরা। দুর্গত মানুষজনের কাছে ত্রাণ পৌঁছে দিতে এবং জলমগ্নদের রাজধানী খার্তুমে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছেন সুদান সরকার।

/এএ/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!