X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন না পুতিন: ক্রেমলিন

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪১

পশ্চিমা সংবাদমাধ্যমগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সম্পর্ক নিয়ে ব্যাপক উৎসুক থাকলেও ক্রেমলিনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী নভেম্বরের নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনা নেই ভ্লাদিমির পুতিনের। নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়ী হলে হয়তো আবারও দুই নেতার সাক্ষাৎ হতে পারে। আর এর আগে খুব প্রয়োজন পড়লে হয়তো একবার ফোনালাপ হতে পারে। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন না পুতিন: ক্রেমলিন

গত মাসে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক খবরে দাবি করা হয়, নির্বাচনের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ওই খবরে বলা হয়, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন চুক্তির ঘোষণা দিতে ওই আলোচনায় আগ্রহী তিনি।

বুধবার ওই খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘এখন পর্যন্ত কোনও আলোচনার পরিকল্পনা নেই। সেটা করার কোনও কারণও নেই। কিন্তু আপনারা জানেন তারা প্রায়ই আলোচনা করে থাকেন।’ ক্রেমলিন মুখপাত্র জানান এসব আলোচনার উদ্যোগ কখনো রাশিয়ার পক্ষ থেকে নেওয়া হয় আবার কখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও নেওয়া হয়। তিনি বলেন, ‘প্রয়োজন অনুযায়ী সহজেই এই যোগাযোগ স্থাপন করা হয়।’

এই বছর এখন পর্যন্ত আটবার ফোনালাপ করেছেন পুতিন ও ট্রাম্প। এর অন্তত দুইটি আলোচনা ছিলো ত্রিপাক্ষিক। জ্বালানি তেলের মূল্য ও উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া এই আলোচনায় যুক্ত ছিলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা