X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সীমান্তে উত্তেজনার মধ্যেই মস্কোতে আবারও ভারত-চীন বৈঠক

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ২২:০৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৭

সীমান্ত উত্তেজনার আবহেই মস্কোয় বৃহস্পতিবার আবারও ভারত ও চীনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে অংশ নিচ্ছেন ভারতীয় ও চীনা পররাষ্ট্রমন্ত্রী। উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই এই বৈঠক ঘিরে আশা প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সীমান্তে উত্তেজনার মধ্যেই মস্কোতে আবারও ভারত-চীন বৈঠক

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উদ্যোগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন।

গালওয়ানে সহিংসতার পর রাশিয়ার হস্তক্ষেপেই প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কথা হয়েছিল। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি ভালো হওয়ার চেয়ে আরও জটিল হয়ে যায়।

প্যাংগংয়ের দক্ষিণপ্রান্তকে কেন্দ্র করে বর্তমানে ভারত-চীন দ্বন্দ্ব চরমে। ৪৫ বছর পরে গুলি চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। এখনও ভারতের নিয়ন্ত্রিত চূড়া থেকে মাত্র ২০০ মিটার দূরে দাঁড়িয়ে আছে চীনের লালফৌজ।

অন্যদিকে, গালওয়ানসহ কয়েকটি পয়েন্ট থেকে চীনা সেনা সরালেও প্যাংগংয়ের উত্তরপ্রান্ত, গোগরা পোস্টে এখনও লালফৌজের অবস্থান রয়েছে।

ভারতীয় সেনাসূত্রে জানা গেছে, ৪৫ বছর পরে যেখানে গুলি চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেই মুকপারি থেকে ২০০-৩০০ মিটার দূরেই চীনা সেনারা অবস্থান করছে। ফিঙ্গার ৩-৪ লালফৌজের দখলে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগস্টের শেষে প্যাংগং লেকের দক্ষিণে তিনটি গিরিখাতে ভারতীয় সেনা নিজেদের ঘাঁটি গেড়েছে। ফলে চাপে পড়েছে বেইজিং। ওই পদক্ষেপের ফলে অবস্থানগতভাবে ভারত অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছেছে। এটি বেইজিংয়ের অস্বস্তির কারণ। তারপরই সুর নরম করেছে চীন। আপাতত তাই এই সুবিধাজনক অবস্থান থেকেই আলোচনা শুরু করতে পারেন জয়শঙ্কর।

বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের বিকাশ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা করার একটি সুযোগকে অত্যন্ত প্রশংসা করি।

তবে, ভারতীয় এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, হটলাইনে নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর জন্য বলা হয়েছে। এছাড়া মাইকেও নিয়ন্ত্রণরেখার কাছে না আসতে লালফৌজকে সতর্ক করা হচ্ছে। ভারতীয় সেনারা বর্তমানে যেসব চূড়ায় রয়েছে সেখান থেকে তাদের নামাতে মরিয়া প্রয়াস করছে চীনা সেনারা।

এর আগে মস্কোতেই উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, লাদাখ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে সম্মত হয়েছে চীন ও ভারত। বিবৃতিতে বলা হয়, লাদাখে কোনও পক্ষই ভবিষ্যতে এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না, যাতে আবারও পরিস্থিতি জটিল হয়। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা