X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে মাইক্রোসফটকে না টিকটকের

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৫

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-এর মার্কিন শাখা কিনে নিতে যুক্তরাষ্ট্রে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। মাইক্রোসফট, ওয়ালমার্ট, ওরাকলের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো যুক্ত হয়েছিল এ প্রতিযোগিতায়। তবে রবিবার মাইক্রোসফট জানিয়েছে, অ্যাপটির মার্কিন ব্যবসা কিনে নিতে তাদের দেওয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। শেষ মুহূর্তে মাইক্রোসফটকে না টিকটকের

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্রেতা হিসেবে প্রাথমিকভাবে ওরাকল করপোরেশনকে বেছে নিয়েছে বাইটড্যান্স। তবে চূড়ান্তভাবে ব্যবসা বিক্রির জন্য টিকটক কর্তৃপক্ষকে আলাদাভাবে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের অনুমোদন নিতে হবে। সরকারি অনুমোদন সাপেক্ষেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ওরাকল ঠিক কী দামে ব্যবসাটি কিনে নিচ্ছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সম্প্রতি সিএনবিসি-র খবরে বলা হয়েছে, টিকটকের দাম দুই হাজার থেকে তিন হাজার কোটি ডলারের মতো হতে পারে।

দাম যাই হোক টিকটিকের মার্কিন ব্যবসা বিক্রির ক্ষেত্রে সরকারি অনুমোদনের প্রক্রিয়াও খুব মসৃণ হবে না বলে প্রতীয়মান হচ্ছে। কেননা, চীনের পক্ষ থেকে কোনও মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে রাষ্ট্রীয় বিধিনিষেধ রয়েছে। বেইজিং-এর হালনাগাদ প্রযুক্তি রফতানি তালিকা অনুযায়ী, টিকটকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি রফতানিতে সরকারি অনুমোদন অপরিহার্য। ফলে এই বিক্রির ক্ষেত্রে বেইজিং-এর দৃষ্টিভঙ্গিও একটি বড় বিষয় হিসেবে কাজ করবে বলে প্রতীয়মান হচ্ছে।

টিকটকের বৈশ্বিক ব্যবসার সূচনা ২০১৮ সালে। এর ব্যবহারকারীর সংখ্যা বেশ দ্রুত বেড়েছে। যাদের বয়স ২৫-বছরের নিচে তাদের মধ্যে টিকটকের বিপুল জনপ্রিয়তা রয়েছে।

টিকটক-এর ঝুঁকি কোথায়?

ট্রাম্প প্রশাসন বলছে, টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ফলে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। আর সেটা এড়াতে চাইলে আগামী সেপ্টেম্বরের মধ্যে কোনও মার্কিন প্রতিষ্ঠানের কাছে টিকটিক বিক্রির সময়সীমা বেঁধে দেয় হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের অভিযোগ, চীনা এই কোম্পানিটি তার ৮০ কোটি ব্যবহারকারীর কাছ থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে তাদের গ্রাহক সংখ্যা ১০ কোটি। ট্রাম্প প্রশাসনের আশঙ্কা, এই গ্রাহকদের কাছ থেকে চীন নানা তথ্য হাতিয়ে নিয়ে সেটি হীন উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।

বেইজিং অবশ্য বরাবরই চীনা প্রতিষ্ঠানগুলোর চৌর্যবৃত্তির ব্যাপারে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তারা বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণ বাণিজ্যিক নয়; বরং এটি রাজনৈতিক।

মার্কিন কোম্পানির কাছে ব্যবসার একাংশ বিক্রির প্রশ্নে বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিন নিজেও সমালোচনার শিকার হয়েছেন। কোম্পানির চীনা স্টাফদের কাছে এক চিঠিতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা ধরে রাখার আর কোনও উপায় ছিল না। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যুক্তরাষ্ট্র থেকে কোটি টাকার মাদকের পার্সেল, আটক ৩
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
সর্বশেষ খবর
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ