X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনাকে খাটো করে দেখিনি: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৮
image



কোভিড-১৯ মহামারিকে খাটো করে দেখার অভিযোগ নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে আয়োজিত এক অনুষ্ঠানে এ রিপাবলিকান নেতা উল্টো দাবি করেছেন, এ মহামারিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন তিনি। অথচ এ বছরের শুরুতে এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তিনি করোনা পরিস্থিতিকে খাটো করে উপস্থাপন করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাকে খাটো করে দেখিনি: ট্রাম্প

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশের তালিকায় শীর্ষে অবস্থানের পরও শুরু থেকেই ট্রাম্প একে উপেক্ষা করে আসছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। ফেব্রুয়ারিতে সাংবাদিক বব উডওয়ার্ডকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, জনগণের মধ্যে আতঙ্ক কমাতে করোনা পরিস্থিতির তীব্রতাকে কম করে উপস্থাপন করেছেন তিনি। ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আয়োজিত বিভিন্ন সমাবেশেও করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে দেখা গেছে ট্রাম্পকে। শুধু তাই নয়, মাস্ক পরে সমাবেশ করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে নিয়ে ঠাট্টা-উপহাসও করতে দেখা গেছে তাকে।
তবে মঙ্গলবার ফিলাডেলফিয়ার টাউন হলে এবিসি নিউজ আয়োজিত অনুষ্ঠানে করোনা নিয়ে সুর পাল্টাতে দেখা গেলো ট্রাম্পকে। এদিন মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, যে মহামারি পরিস্থিতির কারণে বিপুল হারে নিম্ন আয়ের পরিবার ও সংখ্যালঘু কমিউনিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে তিনি ছোট করে দেখেন কেন? জবাবে ট্রাম্প বলেন, ‘ভালো কথা, আমি কিন্তু একে ছোট করে দেখছি না। সত্যিকার অর্থে পদক্ষেপ নেওয়ার সময় আমি একে বড় সমস্যা হিসেবেই বিবেচনা করেছি।’
এ বছরের শুরুর দিকে চীন ও ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমি খুব কঠোর পদক্ষেপ নিয়েছি। আমি যদি ওই নিষেধাজ্ঞা না দিতাম, তাহলে আরও অনেক মানুষের মৃত্যু হতো। নিষেধাজ্ঞা দিয়ে অনেকের জীবন বাঁচাতে পেরেছি আমরা।’

সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া