X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ রানিকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দেবে বার্বাডোজ

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

ব্রিটেনের রানি এলিজাবেথকে আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে গণপ্রজাতন্ত্রী দেশ হিসেবে আত্মপ্রকাশের আকাঙ্ক্ষার ঘোষণা দিয়েছে বার্বাডোজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, ‘উপনিবেশিক অতীত পেছনে ফেলার সময় চলে এসেছে।’ স্বাধীনতা লাভের ৫৫তম বার্ষিকী ২০২১ সালের নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় দেশটি। ব্রিটেনের রাজপ্রাসাদের তরফে বলা হয়েছে, এটে একেবারেই বার্বাডোজের জনগণ ও সরকারের বিষয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ১৯৭৭ সালে বার্বাডোজ সফর করেন রানি এলিজাবেথ

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্যতম সমৃদ্ধ ও জনবহুল দেশ বার্বাডোজ। ১৯৬৬ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করলেও এখনও দেশটির সাংবিধানিক প্রধান রানি এলিজাবেথ। এক সময়ে প্রবলভাবে চিনি রফতানির উপর নির্ভরশীল দেশটির অর্থনীতি বর্তমানে পর্যটন ও অর্থায়নের মতো খাতে বিস্তৃত হয়েছে। ২০১৮ সালে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী মিয়া মোত্তেলি নির্বাচিত হন।

পার্লামেন্টের নতুন অধিবেশন শুরু উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বার্বাডোজকে গণপ্রজাতন্ত্রী হিসেবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়। ‘থ্রোন স্পিচ’ নামে পরিচিত পরিচিত এই বিবৃতিতে সরকারি নীতি ও কর্মসূচির বর্ণনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী এই বিবৃতি লিখলেও তা প্রচার করেন গভর্নর জেনারেল। বুধবারের থ্রোন স্পিচে বলা হয়, ‘আমরা কারা এবং কী অর্জনে সক্ষম তার চূড়ান্ত আত্মবিশ্বাসের বর্ণনা এই বিবৃতি।’

স্বাধীনতা লাভের পর বার্বাডোজের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এরল ব্যারো। তার একটি উদ্ধৃতির উল্লেখ করা হয় সাম্প্রতিক ওই বিবৃতিতে। বলা হয়, ‘বার্বাডোজকে উপনিবেশিক প্রভুদের ঘোরাঘুরির জায়গা হতে দেওয়া উচিত হবে না।’

ক্যারিবীয় অঞ্চলের সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে থেকে গণপ্রজাতন্ত্রী হয়ে ওঠতে চাওয়া প্রথম দেশ বার্বাডোজ নয়। ১৯৭০ এর দশকেই গণপ্রজাতন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করে গায়ানা, ত্রিনিদাদ ও টোব্যাগো ১৯৭৬ সালে এবং ডোমিনিকা ১৯৭৮ সালে একই পথ অনুসরণ করে।

/জেজে/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া