X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানালো তাইওয়ান, যুদ্ধবিমানের মহড়া বাড়ালো চীন

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪১

তাইওয়ানের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট লি তেং-হুইয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাইপেতে এই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন অঞ্চলটির বর্তমান প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি এবং যুক্তরাষ্ট্রের সিনিয়র দূত কেইথ ক্রাচসহ আরও অনেকে। তবে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষুব্ধ চীন টানা দ্বিতীয় দিনের মতো অঞ্চলটি ঘিরে মহড়া দিয়েছে বেইজিংয়ের একাধিক যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এদিন চীনের ১৯টি যুদ্ধবিমান মহড়া দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। শনিবার তাইওয়ান ঘিরে মহড়া দেয় ১৯টি চীনা যুদ্ধবিমান

চীনের ওপর চাপ বাড়াতে সম্প্রতি তাইওয়ানের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার তিন দিনের সফরে তাইওয়ান পৌঁছান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ। বিগত চার দশকের মধ্যে তাইওয়ান সফরে আসা মার্কিন পররাষ্ট্র দফতরের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি। একাধিকবার এই সফরের নিন্দা জানিয়েছে চীন।

মার্কিন কর্মকর্তা কেইথ ক্রাচ পৌঁছানোর পর দিন তাইওয়ান প্রণালীতে ১৮টি যুদ্ধবিমানের মহড়া দেয় চীন। এর জবাবে তাইওয়ানও জঙ্গি বিমানের মহড়া দেয়। শুক্রবারের এই পাল্টাপাল্টি মহড়ার পর শনিবার আগের চেয়ে একটি বেশি ১৯টি যুদ্ধবিমানের মহড়া চালায় চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের মহড়ায় চীনা বিমানের কোনও কোনওটি স্পর্শকাতর তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে আর বাকিগুলো দক্ষিণ পশ্চিম উপকূলে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলের বাইরে দিয়ে উড়ে যায়। তাইওয়ানকে নিজেদের প্রদেশ দাবি করা চীন এদিন ১‌২টি জে-১৬ যুদ্ধবিমান, দুইটি জে-১০ যুদ্ধবিমান, দুইটি জে-১১ যুদ্ধবিমান, দুইটি এইচ-৬ বোমারু এবং একটি ওয়াই-৮ সাবমেরিন বিধ্বংসী বিমান পাঠায় বলে জানিয়েছে তাইপে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্রে দেখা গেছে, চীনা যুদ্ধবিমানগুলোর কোনওটি অঞ্চলটির মূল ভূখণ্ডের কাছাকাছি আসেনি কিংবা তার ওপর দিয়ে উড়ে যায়নি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে যা শান্তি ও স্থিতিশীলতার মারাত্মক ক্ষতি করছে।’ এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ওই বিবৃতিতে চীনা কর্তৃপক্ষকে আত্ম নিয়ন্ত্রণ এবং প্রান্তসীমা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। লি তেং-হুইয়ের শেষকৃত্য বক্তব্য রাখেন তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন

তবে শুক্রবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র বলে পরিচিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘যতবার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা তাইওয়ান সফরে আসবে ততবার পিএলএ’র (চীনের সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক নাম) যুদ্ধবিমান দ্বীপটির দিকে একধাপ করে অগ্রসর হবে।’ ওই সম্পাদকীয়তে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কোনও ভাবেই পরিস্থিতির ভুল বিচার করা উচিত হবে না কিংবা এই মহড়াকে ধাপ্পা বলে বিশ্বাস করা উচিত হবে না। তারা যদি উস্কানি অব্যাহত রাখে তাহলে অলঙ্ঘনীয়ভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে।’

এদিকে, শনিবার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়া তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট লি তেং-হুই ৯৭ বছর বয়সে গত জুলাই মাসে মারা যান। তাইপে বিশ্ববিদ্যালয়ের শেষকৃত্য অনুষ্ঠানে বর্তমান প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন বলেন, ‘লি তেং-হুই আজকের তাইওয়ানের রুপায়নকারী। তিনি বলেন, মারাত্মক আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি দক্ষতার সঙ্গে প্রায়োগিক কূটনীতির মাধ্যমে তাইওয়ানের জনগণকে নেতৃত্ব দিয়েছেন। তাইওয়ান গণতন্ত্রের সমার্থক হয়ে উঠেছে আর বিশ্ব পর্যায়ে বিচরণ শুরু করেছে। এসবের কারণ প্রেসিডেন্ট লিকে মিস্টার ডেমোক্র্যাসি হিসেবে অভিহিত করা শুরু হয়েছিল।’ উল্লেখ্য, তাইওয়ানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ছিলেন লি তেং-হুই। ১৯৯৬ সালের মার্চে তিনি প্রথম অঞ্চলটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। আগামী মাসে একটি সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে

/জেজে/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া