X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অনশনের পর হাসপাতালে ইরানে বন্দি মানবাধিকার কর্মী

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২০, ২২:১৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:১৭

টানা ৪০ দিন ধরে আমরণ অনশনে মারাত্মক দুর্বল হয়ে পড়ায় কারাবন্দি ইরানের মানবাধিকার আইনজীবী নাসরিন সোতুদেহকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী। রেজা খান্দান জানান, রাজধানী তেহরানের তালেঘানি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) টেলিফোনে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান ২০১৮ সাল থেকে বন্দি এই মানবাধিকার কর্মীর স্বামী। ২০১৮ সাল থেকে বন্দি রয়েছেন নাসরিন সোতুদেহ

৫৭ বছর বয়সী নাসরিন সোতুদেহ ইউরোপীয়ান পার্লামেন্টের সাখারোভ পুরস্কার প্রাপ্ত। কম বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর জন্য ২০১২ সম্মানজনক এই পুরস্কার লাভ করেন তিনি। তবে ইরানের শাসকদের বিরুদ্ধে জোট গড়া এবং প্রচারণার অভিযোগে ২০১৮ সালে গ্রেফতার করা হয় তাকে। পরে তাকে ৩৮ বছরের কারাদণ্ড এবং ১৪৮টি বেত্রাঘাতের দণ্ড দেওয়া হয়। আইন অনুযায়ী তাকে অন্তত ১২ বছর কারাদণ্ড ভোগ করতেই হবে।

গত ১১ আগস্ট স্বামীর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে মানবাধিকার আইনজীবী নাসরিন সোতুদেহ আমরণ অনশনের ঘোষণা দেন। ওই বিবৃতিতে তিনি জানান, রাজবন্দিদের মুক্তি এবং করোনাভাইরাসের মহামারির সময়ে বন্দিদের দুর্গতির প্রতি মনোযোগ আকর্ষণ করতে এই কর্মসূচি শুরু করেছেন তিনি।

শনিবার তাকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়ে রেজা খান্দান বলেন, ‘আমাদের কয়েক মুহূর্তের জন্য তাকে দেখতে দেওয়া হয়। সে মারাত্মক দুর্বল হয়ে পড়েছে, ওজন কমে গেছে আর চোখ দেবে গেছে।’

সরকারি হিসেব অনুযায়ী করোনাভাইরাস মহামারিতে ইরানে এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে আর আক্রান্ত শনাক্ত হয়েছে চার লাখ ২০ হাজারের বেশি। এমন বাস্তবতায় হাসপাতালে নাসরিন সোতুদেহর জীবন বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন তার স্বামী রেজা খান্দান। এএফপিকে তিনি বলেন, ‘হাসপাতালে বহু আক্রান্ত রোগী থাকলেও যথাযথ আইসোলেশন ব্যবস্থার ঘাটতি রয়েছে।’ তবে সর্বশেষ পরীক্ষাতেও সোতুদেহ’র করোনা সংক্রমণ শনাক্ত হয়নি বলেও জানান তিনি।

পরিবারের সদস্যরা জানান, নাসরিন সোতুদেহ’র এক সহবন্দির মাধ্যমেই তারা তার অবস্থা সম্পর্কে জানতে পারেন। রেজা খান্দান বলেন, ‘কারা কর্তৃপক্ষ সহায়তা করে না। (বন্দিদের) অবস্থা সম্পর্কে জানতে চাইলে তারা ঠিকভাবে উত্তর দেয় না। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও তারা আমাদের জানায়নি।’

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা