X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চীনা প্রেসিডেন্টের সমালোচকের ১৮ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৫:০০
image

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করে গ্রেফতার হয়েছিলেন দেশটির এক রিয়েল স্টেট গ্রুপের প্রভাবশালী সাবেক প্রধান নির্বাহী রেন ঝিকিয়াং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্নীতির দায়ে তাকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন বেইজিংয়ের একটি আদালত।

চীনা প্রেসিডেন্টের সমালোচকের ১৮ বছরের কারাদণ্ড

প্রেসিডেন্ট শি জিনপিংকে পরোক্ষভাবে ‘ভাঁড়’ আখ্যা দেওয়ার পর গত মার্চে গ্রেফতার হয়েছিলেন রেন। পরে তার বিরুদ্ধে রাষ্ট্র নিয়ন্ত্রিত রিয়েল স্টেট গ্রুপের সম্পত্তি তছরুপ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।

মঙ্গলবার বেইজিংয়ের আদালত তাকে দুর্নীতিতে অভিযুক্ত করে কারাদণ্ডের পাশাপাশি ৪২ লাখ ইউয়ান জরিমানাও করেছে।

বেইজিংয়ের দুই নম্বর অন্তর্বর্তীকালীন আদালত ওয়েবসাইটে এই রায় প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রেন রাষ্ট্রীয় রিয়েল স্টেট গ্রুপের নির্বাহী থাকাকালীন ১১১ মিলিয়ন ইউয়ান আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহার করেছেন। এছাড়াও তিনি সোয়া ১০ লাখ ইউয়ান ঘুষ নিয়েছেন।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ব্যাপারে আদালত প্রমাণ পাওয়ায় তাকে দণ্ডিত করা হয়েছে বলে ওয়েবসাইটে জানানো হয়। বলা হয়, রেন ক্ষমতার অপব্যবহার করেছেন; যার ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ১১৭ মিলিয়ন ইউয়ান লোকসানের মুখোমুখি হয়েছিল। আর তিনি ১৯ দশমিক ৪১ মিলিয়ন ইউয়ান লুট করেছেন।

আদালতের ওয়েবসাইটে বলা হয়েছে, সাবেক এই নির্বাহী স্বেচ্ছায় দুর্নীতির অভিযোগ স্বীকার করেছেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করবেন না বলে জানিয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় কোম্পানির তছরুপকৃত অর্থ তিনি ফেরত দিয়েছেন।

শি জিনপিংয়ের নাম উল্লেখ না করে রেন এক নিবন্ধে বলেছিলেন, তিনি কোনও সম্রাটকে নতুন কাপড় প্রদর্শনীর জন্য দাঁড়িয়ে থাকতে দেখেননি। কিন্তু একজন নগ্ন ভাঁড় সম্রাট হওয়ার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম চায়না ডিজিটাল টাইমস এই নিবন্ধ প্রকাশ করে।

রেনের এমন মন্তব্যের পর বেইজিংয়ের দুর্নীতিবিরোধী পর্যবেক্ষক সংস্থা পরবর্তীতে জানায়, গুরুতর শৃঙ্খলাভঙ্গের জন্য তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে রেনকে জুলাই মাসে বহিষ্কার করা হয়। এর পরেই তার বিরুদ্ধে বেইজিংয়ের একটি জেলা আদালতে অবৈধভাবে অর্থ উপার্জন, সরকারি অফিসের অবৈধ ব্যবহার, ব্যবসায়ীদের দেয়া উপহারের আবাসিক বাসভবন ব্যবহারসহ আরও বেশ কিছু অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

/বিএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’