X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলীয় উপকূলে আরও দুই শতাধিক তিমির মৃত্যু

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৫
image

অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্য তাসমানিয়ার উপকূলে আটকে পড়া তিমিদের মধ্যে আরও বেশ কিছু তিমির মৃত্যুর হয়েছে। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত ওই উপকূলে প্রাণ হারানো তিমির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮০ তে। তাসমানিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চলছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ ৫০টি তিমির প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। আরও ৩০টিকে বাঁচানোর চেষ্টা চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অস্ট্রেলীয় উপকূলে আরও দুই শতাধিক তিমির মৃত্যু

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার পশ্চিম উপকূলে আটকে পড়া ২৭০টি তিমির সন্ধান পাওয়া যায়। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় তাসমানিয়ান মেরিন কনজারভেশন প্রোগ্রাম-এর উদ্ধারকারীরা। তারা দেখতে পান ম্যাককোয়ারি হেডস এলাকায় তিনটি দলে তিমিগুলো আটকা পড়েছে। ওই এলাকায় জাহাজ চলাচলের পথ খুব সীমিত। উদ্ধারকারীরা জানান, প্রায় ২০০টি তিমি তীরে এসে বালুর মধ্যে আটকা পড়েছে। তার থেকে কয়েক কিলোমিটার ‍দূরে আটকা পড়েছে ৩০টি তিমি। আর আরও ৩০টি তিমি পাওয়া গেছে ওশেন বিচ এলাকায়।

মঙ্গলবার সকালে উদ্ধারকারীরা জানিয়েছিলেন, ৯০টি তিমির মৃত্যু হয়েছে। পরে হেলিকপ্টার নিয়ে অভিযান চালানোর সময় তারা কাছাকাছি এলাকায় আটকে পড়া আরও ২০০ তিমির সন্ধান পান। বেশিরভাগ তিমিই এমন জায়গায় আটকা পড়েছে যেখানে উদ্ধারকারীদের পৌঁছানো কঠিন। বুধবার সন্ধ্যায় তারা জানান, মারা যাওয়া তিমির সংখ্যা বেড়ে ৩৮০তে দাঁড়িয়েছে।

ঠিক কী কারণে তিমিগুলো তীরে এসেছিল তা জানা যায়নি। জীববিজ্ঞানী ড. ক্রিস কার্লাইন বলেন, ‘আরও দুইশো আটকা পড়া তিমি যুক্ত হওয়ায় এ সংখ্যা তাসমানিয়ার ইতিহাসে রেকর্ড করেছে। এর আগে ১৯৩৫ সালে এই অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে ২৯৪টি তিমি আটকা পড়েছিল’।

এরইমধ্যে জীবিত উদ্ধার হওয়া কিছু তিমিকে সকালে পানিতে ফেরত পাঠিয়েছে ৪০ সদস্যের উদ্ধারকারী দল। বালুময় তীর এলাকা থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে ধাক্কা দিয়ে তাদেরকে পানিতে ফেরত পাঠানো হয়েছে।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা