X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শার্লি হেবদোর পুরনো কার্যালয়ের কাছে ছুরি হামলা, আহত ২

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৭

ফ্রান্সের বিতর্কিত রম্য সাময়িকী শার্লি হেবদোর পুরনো কার্যালয়ের কাছে ছুরি হামলায় দুই ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্যারিসে এই হামলার পর কাছের বাস্তিলে এলাকা থেকে এক সন্দেহভাজন এবং অজ্ঞাত আরেক স্থান থেকে অপর একজনকে আটক করা হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ সদস্যরা

২০১৫ সালের ৭ জানুয়ারি শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় কার্টুনিস্টসহ ১২ জন নিহত হন। নবী মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর সন্ত্রাসীদের আক্রোশের শিকার হন শার্লি এবদোর সাংবাদিক ও কার্টুনিস্টরা। ওই ঘটনায় দুই সন্ত্রাসীকে সহায়তা দেওয়ার অভিযোগে প্যারিসে ১৪ জনের বিরুদ্ধে বিচার কাজ চলছে। এর মধ্যে ছুরি হামলার ঘটনা ঘটলো।  

শুক্রবার প্যারিসের পূ্র্বাঞ্চলের ১১তম অ্যারনডিসমেন্টে ওই হামলার পর নিরাপত্তা বেষ্টনি বসানো হয়েছে। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাংস কাটায় ব্যবহৃত একটি ধারালো ছুরি। পোশাকে রক্ত শনাক্ত হওয়ার পর এক সন্দেহভাজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

হামলায় আহত দুই ব্যক্তির অবস্থা সম্পর্কে এখনও কোনও কিছু জানায়নি ফরাসি কর্তৃপক্ষ। যদিও ঘটনাস্থলে দেশটির প্রধানমন্ত্রী জেন ক্যাস্টেক্স বলেছেন, তাদের জীবন শঙ্কটাপন্ন নয়। আহত দুই ব্যক্তি একটি টেলিভিশন কোম্পানির প্রোডাকশন কর্মী বলে জানিয়েছেন তাদের এক সহকর্মী।

প্রিমিয়ারস লিগনেস প্রোডাকশন কোম্পানির এক কর্মী বলেন, ‘আমার দুই সহকর্মী ভবনের বাইরে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। শব্দ শুনলাম। জানালায় গিয়ে তাকালাম আর দেখতে পেলাম আমাদের এক সহকর্মী রক্তাক্ত, তাকে ছুরি নিয়ে রাস্তায় তাড়া করছে এক ব্যক্তি।’

ওই প্রোডাকশন কোম্পানিটির কার্যালয়ের পাশেই ছিলো শার্লি হেবদোর পুরনো কার্যালয়। তবে ২০১৫ সালের হামলার পর থেকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেটি।

এদিকে এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর জেন ফ্রাঙ্কোইস রিচার্ড জানিয়েছেন, ছুরি হামলার প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দ্বিতীয় আরেক ব্যক্তিকেও হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলবে বলে জানান তিনি।

/জেজে/এফইউ/
সম্পর্কিত
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
ইউক্রেনের চেরনিহিভে রুশ হামলায় নিহত ১৩
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি