X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রথম নারী হিসেবে ক্যাপিটল ভবনে শায়িত হলেন বিচারপতি গিন্সবার্গ

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:০১

যুক্তরাষ্ট্রের আইন পরিষদ ভবন বা ক্যাপিটল ভবনের প্রথম নারী হিসেবে শেষ শ্রদ্ধায় সিক্ত হয়েছেন সপ্তাহ খানেক আগে মৃত্যুবরণ করা বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ। দেশটির সর্বোচ্চ আদালতে ২৭ বছর দায়িত্ব পালনের পর ৮৭ বছর বয়সে প্যানক্রিয়াটিক ক্যান্সারে মৃত্যু হয় তার। লৈঙ্গিক সমতা এবং নাগরিক অধিকারের পক্ষে উচ্চকিত এই উদারপন্থী বিচারপতিকে এই সপ্তাহে সুপ্রিম কোর্ট ভবনে শ্রদ্ধা জানায় হাজার হাজার মানুষ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কেবল আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাকে কংগ্রেস ভবনে শ্রদ্ধা জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ক্যাপিটল ভবনে বিচারপতি গিন্সবার্গের কফিন

গত ১৮ সেপ্টেম্বর ওয়াশিংটন ডি সি’র নিজ বাড়িতে শেষ নিঃশাস ত্যাগ করেন মার্কিন সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ। ভক্তদের কাছে নটোরিয়াস আরবিজি নামে পরিচিত ছিলেন তিনি। এই সপ্তাহে টানা দুই দিন সুপ্রিম কোর্টের সামনে তাকে শ্রদ্ধা জানানো হয়। দেশটিতে এই প্রথম কোনও বিচারপতিকে দুই দিন ধরে শ্রদ্ধা জানানো হয়। তারপরও তাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের লাইন সুপ্রিম কোর্ট ভবনের বাইরে থেকে ন্যাশনাল মল পর্যন্ত পৌঁছে যায়।

করোনাভাইরাস মহামারির কারণে শুক্রবার মার্কিন কংগ্রেস ভবনে বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের আনুষ্ঠানিক শেষকৃত্যে যোগ দিতে পেরেছেন কেবল আমন্ত্রিত অতিথিরা। উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন নির্বাচিত কর্মকর্তারা। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং তার স্ত্রীও গিন্সবার্গের শেষকৃত্যে যোগ দেন।

ক্যাপিটল ভবনে বিচারপতি গিন্সবার্গের কফিন পৌঁছালে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, এই আঙ্গিনায় সমাহিত হতে যাওয়া প্রথম নারী হিসেবে প্রয়াত বিচারপতিকে স্বাগত জানাতে পারা তার জন্য খুবই সম্মানের। প্রথম নারী ছাড়াও মার্কিন কংগ্রেসে শ্রদ্ধা পাওয়া প্রথম ইহুদি আমেরিকানও হলেন বিচারপতি গিন্সবার্গ। আগামী সপ্তাহে আরলিংটন ন্যাশনাল সিমেট্রিতে অপর এক শেষকৃত্যের মধ্য দিয়ে সমাহিত করা হবে যুক্তরাষ্ট্রের প্রবাদপ্রতীম এই বিচারপতিকে।

উল্লেখ্য, ১৮৫২ সালে প্রথমবার ক্যাপিটল ভবনে শায়িত হয়ে শেষ শ্রদ্ধা পান দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণকারী কেন্টারির সিনেটর হেনরি ক্লে। তারপর থেকে ৩৩ জন মার্কিন আইন পরিষদের ভবনে শেষ শ্রদ্ধার সম্মান পেয়েছেন। এদের মধ্যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছাড়াও সামরিক বাহিনীর অনেক সদস্য ছিলেন। তবে এর সকলেই ছিলেন পুরুষ। আর এবারই প্রথম নারী হিসেবে সেই সম্মান পেলেন বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ।

/জেজে/এফইউ/
সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে