X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্প মনোনীত বিচারপতি নিয়োগে অক্টোবরে শুনানি

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৫
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে চূড়ান্ত করার প্রশ্নে ১২ অক্টোবর থেকে সিনেটে শুনানি শুরু হতে যাচ্ছে। ৩ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে সিনেটে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ ভোটাভুটি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ট্রাম্প মনোনীত বিচারপতি নিয়োগে অক্টোবরে শুনানি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ৯জন বিচারক আমৃত্যু নিয়োগ পান। তাদের রুলিং দেশটির সরকারি নীতি নির্ধারণে বড় ধরনের ভূমিকা রাখে।সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বেডারের মৃত্যুর পর তার পদটি শুন্য হয়। তার স্থলাভিষিক্ত করতে শনিবার অ্যামি কোনি ব্যারেটকে মনোনীত করেন ডোনাল্ড ট্রাম্প।  

সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে বলেন, তিন-চারদিনের প্রশ্নোত্তর পর্ব ও বক্তব্যের পর ১২ অক্টোবর থেকে শুনানি শুরু হবে।

এরপর ট্রাম্প বলেন, ‘খুব দ্রুতই এ নিয়োগ হবে। আমরা নির্বাচনের আগেই তা করে ফেলতে চাচ্ছি। সুতরাং বলা যায়, খুব দ্রুতই এটা হবে।’

রিপাবলিকান শিবির নির্বাচনের আগেই বিচারপতির নিয়োগ চূড়ান্ত করতে চাইলেও ডেমোক্র্যাটরা চায় ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর হোক এ নিয়োগ। বর্তমানে মার্কিন সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। এদের মধ্যে মাত্র দুই রিপাবলিকান সিনেটর নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের বিরুদ্ধে মত দিয়েছেন। ফলে ৩ নভেম্বরের আগে অ্যামি কোনি বেরেটের নিয়োগ নিশ্চিত করতে ক্ষমতাসীনদের সামনে খুব একটা বাধা থাকার কথা নয়। তার নিয়োগের পর সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতির মধ্যে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা ৬-৩ ব্যবধানে পৌঁছাবে।

৪৮ বছরের ব্যারেটের নিয়োগ নিশ্চিত হলে তিনি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট কাভানাকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

শনিবার হোয়াইট হাউসের রোড গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ব্যারেট সম্পর্কে বলেন, ‘আজ দেশের অন্যতম উজ্জ্বল এবং প্রতিভাবান আইন বিশারদকে সুপ্রিম কোর্টে মনোনীত করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। তিনি অতুলনীয় কৃতিত্ব, দুর্দান্ত বুদ্ধিমত্তা, শুদ্ধ বিশ্বাসযোগ্যতা এবং (মার্কিন) সংবিধানের প্রতি নিরপেক্ষ আনুগত্যের একজন নারী- বিচারক অ্যামি কোনি বেরেট। সে সময় স্বামী ও সাত সন্তানসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৮ বছর বয়সী এ বিচারক।

এর আগে, ২০১৭ সালে তাকে ফেডারেল আপিল বেঞ্চে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

/এফইউ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী