X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উত্তর সাইপ্রাসে এরদোয়ান সমর্থিত নেতার জয়

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০২০, ১৪:০৮আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৬:২৯

উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন এরসিন টাটার। তুরস্কপন্থী হিসেবে পরিচিত ৬০ বছরের এ রাজনীতিক তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের নীতির একজন সমর্থক। উত্তর সাইপ্রাসে এরদোয়ান সমর্থিত নেতার জয়

রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। পরে নির্বাচনি বোর্ডের প্রধান নারিন ফেরদি সেফিক ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী এরসিন টাটার পেয়েছেন ৫১ দশমিক ৭৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দুই সাইপ্রাসের ঐক্যের পক্ষে থাকা মুস্তাফা অ্যাকিনসি পেয়েছেন ৪৮ দশমিক ২৬ শতাংশ ভোট।

দক্ষিণপন্থী নেতা টাটারকে তুরস্ক সমর্থন দিয়েছিল। তিনি উত্তর সাইপ্রাসের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখার পক্ষপাতী। তুরস্কও সেটাই চায়।

ফল ঘোষণার পর টাটারকে অভিনন্দন জানান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি এরসিন টাটারকে অভিনন্দন জানাচ্ছি। তুরস্ক তাকে ও তার দেশের মানুষদের সব ধরনের সহায়তা দিয়ে যাবে।’

অ্যাকিনসি হার মেনে নিয়েছেন। তিনি রিপাবলিক অব সাইপ্রাসের সঙ্গে উত্তর সাইপ্রাসের পুনর্মিলনের পক্ষপাতী।

মুস্তাফা অ্যাকিনসি বলেন, 'এবারের নির্বাচন ঠিক স্বাভাবিক ছিল না। তবে এই ফলে আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। দেশবাসীর জন্য আমার শুভ কামনা থাকবে।’

উত্তর সাইপ্রাসে মোট ভোটদাতার সংখ্যা দুই লাখ। গত সপ্তাহে প্রথম রাউন্ডে কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। ফলে রবিবার দ্বিতীয় রাউন্ডের ভোটাভুটিতে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয়।

অ্যাকিনসি ২০১৫ সালে ৬০ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে তার জয়ের সম্ভাবনা ছিল। বিশেষ করে তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী এর্থুমান তাকে সমর্থন করার পর। কিন্তু অ্যাকিনসি উত্তর সাইপ্রাসে তুরস্কের রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী।

পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে এখন গ্রিসের সংঘাত চলছে। এ অবস্থায় উত্তর সাইপ্রাস ও রিপাবলিক অব সাইপ্রাসের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেদিক থেকে দেখতে গেলে এই ফলাফল এরদোয়ানের জন্য ইতিবাচক।

উল্লেখ্য, তুরস্ক ছাড়া আর কোনও দেশ উত্তর সাইপ্রাসকে আনুষ্ঠানিকভাবে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘ অঞ্চলটিকে গ্রিক সাইপ্রাসের তুর্কি অধিকৃত অংশ হিসেবে বিবেচনা করে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা