X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গিনির নির্বাচনে বিরোধী প্রার্থীর জয় দাবি, কর্তৃপক্ষের অস্বীকার

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ০২:২৫আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১১:৪১

তীব্র উত্তেজনাপূর্ণ গিনির প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে জয় দাবি করেছেন বিরোধী দলীয় প্রার্থী সেলিউ ড্যানিয়েল দিয়ালো। তবে ফলাফল ঘোষণার আগেই করা এই দাবিকে অকার্যকর বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শেষ হওয়ার এক দিন পর সোমবার সাংবাদিকদের কাছে নিজের জয় দাবি করেন দিয়ালো। তবে নিজের প্রাপ্ত ভোটের পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সেলিউ ড্যানিয়েল দিয়ালো

গত মার্চে সংবিধান সংশোধনের পর তৃতীয় মেয়াদের জন্য  প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিম আফ্রিকার দেশ গিনির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ‌আলফা কোন্দে। ৮২ বছর বয়সী এই প্রেসিডেন্টের মূল প্রতিদ্বন্দ্বি ৬৮ বছর বয়সী সেলিউ ড্যানিয়েল দিয়ালো। গত রবিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ করা হয়। তবে এখনও ফলাফল ঘোষণা করা হয়নি।

সোমবার সমর্থক ও সাংবাদিকদের উদ্দেশে বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী সেলিউ ড্যানিয়েল দিয়ালো বলেন, ‘নির্বিঘ্ন ভোট গ্রহণে বাধা তৈরি করা মারাত্মক অসঙ্গতি সত্ত্বেও... এবং ব্যালট বক্স থেকে পাওয়া তথ্যের আলোকে এই নির্বাচনের প্রথম দফায় আমিই বিজয়ী। আমি শান্তি এবং ন্যায়বিচার প্রিয় জনতাকে ধৈর্য্য ধারণ এবং এই গণতান্ত্রিক বিজয় রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার আমন্ত্রণ জানাচ্ছি।‘

ওই ঘোষণার পর রাজধানী কোনাকরির একটি ভবনের বাইরে জড়ো হওয়া সমর্থকরা ‘সেলিউ প্রেসিডেন্ট’ স্লোগান দেওয়া শুরু করে। তবে শহরের অন্যান্য স্থানে দিয়ালোর সমর্থকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করে।

বিরোধী দলীয় প্রার্থী সেলিউ ড্যানিয়েল দিয়ালো নিজের প্রাপ্ত ভোটের কোনও পরিমাণ জানাননি। তবে তিনি দাবি করেন নিজ দলের গণনায় জয় পেয়েছেন তিনি। এখন পর্যন্ত দেশটির নির্বাচন কমিশন প্রথম দফার ভোট গ্রহণের ফলাফল প্রকাশ করেনি।

তবে সোমবার পরের দিকে দেশটির নির্বাচনি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট বাকারি মানসারে বলেন দিয়ালোর দাবি করা জয় অকার্যকর। তিনি বলেন, ‘আইনি এখতিয়ারের বাইরে কোনও প্রার্থী বা ব্যক্তির নিজেকে জয়ী দাবি করার সুযোগ নেই।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ