X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কথার লড়াইয়ে জড়ালেন ট্রাম্প ও ওবামা

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২০, ১৫:৩৪আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৭:৩৪

দুটি আলাদা নির্বাচনি র‍্যালিতে পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পূর্বসূরি বারাক ওবামা। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষে পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারে ট্রাম্পকে ক্রেজি আঙ্কেল বা ক্ষ্যাপাটে চাচা আখ্যা দেন ওবামা। আর নর্থ ক্যারোলিনার সমাবেশে ২০১৬ সালের নির্বাচনের ফলাফল নিয়ে করা আগাম মন্তব্যের জন্য ওবামাকে উপহাস করেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কথার লড়াইয়ে জড়ালেন ট্রাম্প ও ওবামা

মার্কিন নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি থাকা অবস্থাতেও জনমত জরিপগুলোতে স্পষ্ট এগিয়ে আছেন জো বাইডেন। তবে বেশ কয়েকটি দোদুল্যমান রাজ্যে দুই প্রার্থীর ব্যবধান এতটাই কম যে ফলাফল যেকোনও দিকে ঘুরে যেতে পারে আর আগামী ৩ নভেম্বরের চূড়ান্ত ফল নির্ধারণ করে ফেলতে পারে। এদিকে মার্কিন নাগরিকেরা রেকর্ড গতিতে আগাম ভোট দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে চার কোটি ২০ লাখ ভোটার পোস্টাল সার্ভিস কিংবা সশরীরে হাজির হয়ে ভোট দেওয়া সেরে ফেলেছেন।

বুধবার নর্থ ক্যারোলিনার গ্যাস্তোনিয়ার নির্বাচনি র‍্যালিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে বেশিরভাগ আক্রমণাত্মক বক্তব্য রাখেন ট্রাম্প। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, তাদেরকে ‘ট্রাম্পের চমৎকার পুনরুদ্ধার’ কিংবা ‘বাইডেনের গভীর হতাশা’ থেকে যে কোনও একটিকে বেছে নিতে হবে।

জো বাইডেন আগামী বৃহস্পতিবার রাতে শেষ নির্বাচনি বিতর্কের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটালেও সপ্তাহের বেশিরভাগ সময় দোদুল্যমান রাজ্যগুলোতে প্রচার চালিয়ে ব্যয় করেছেন। বাইডেনের হয়ে বুধবার নির্বাচনি প্রচারে যোগ দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। নর্থ ক্যারোলিনায় তাকে আক্রমণ করতে ছাড়েননি ট্রাম্প।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটনের জন্য ওবামার চেয়ে বেশি কুটিল প্রচারণা আর কেউ চালায়নি, ঠিক? তিনি সবার চেয়ে এগিয়ে ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমার বিশ্বাস সেই রাতে বিধ্বস্ত হিলারির চেয়ে বেশি দুঃখ যে মানুষটি পেয়েছিলেন সেটি হলেন বারাক হুসেইন ওবামা।’

অপরদিকে ফিলাডেলফিয়ার সমাবেশে করোনাভাইরাস ও অর্থনীতি সামলানো নিয়ে ট্রাম্পকে আক্রমণের পর তার করা টুইট নিয়েও সমালোচনায় মুখর হয়ে ওঠেন বারাক ওবামা। তিনি বলেন, বাইডেন যদি জিতে যান তাহলে আমরা এমন কোনও প্রেসিডেন্ট পাবো না যাকে সমর্থন না দিলে কাউকে তিনি অপদস্থ করবেন, কিংবা জেলে পাঠানোর হুমকি দেবেন। সেটা কোনও স্বাভাবিক প্রেসিডেন্টের আচরণ নয়।

এখনও ডেমোক্র্যাটিক পার্টির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ থাকা ওবামা বলেন, ‘ভোটাররা নিজেদের পরিবারের সদস্যদের কাছ থেকেও এমন আচরণ প্রত্যাশা করেন না, যদি না তিনি কোনও ক্ষ্যাপাটে চাচা বা সেরকম কিছু না হন।’ ওবামা বলেন, ‘তারা অন্যদের নিষ্ঠুর, বিভক্ত এবং বর্ণবাদী হতে সাহায্য করছে। আর এতে আমাদের সমাজের সুতো ছিঁড়ে যাচ্ছে। তিনি বলেন, আচরণ গুরুত্ব বহন করে, চরিত্রেরও গুরুত্ব আছে।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী