X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় দফায় যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান ও আর্মেনিয়া

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২০, ১১:১০আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৭:১৯

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। এ নিয়ে তৃতীয় দফায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কতটা স্থায়ী হয় তা নিয়ে সংশয় রয়েছে। তৃতীয় দফায় যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান ও আর্মেনিয়া

ওয়াশিংটনের মধ্যস্থতায় শুক্রবার থেকে দীর্ঘ বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো যুদ্ধবিরতির মানবিক সিদ্ধান্তে পৌঁছেছে দুই পক্ষই। তবে রবিবার রাতেও দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

প্রায় এক মাস ধরে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। প্রথম থেকেই দুই দেশকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার যুদ্ধবিরতির ঘোষণাও হয় মস্কোর মধ্যস্থতায়। কিন্তু প্রতিবারই যুদ্ধবিরতি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই উভয় পক্ষে থেকে তা লঙ্ঘনের ঘটনা ঘটে।

এরইমধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করেন যুদ্ধরত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। কিন্তু তাতেও জট খোলেনি।

পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং দেশটির কূটনীতিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতিনিধিরা। ওই বৈঠকেই নতুন করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্র, আজারবাইজান ও আর্মেনিয়ার এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবিক কারণে সোমবার সকাল ৮টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে।

এই যৌথ বিবৃতির পরও শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কতটা টেকসই হয় তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রবিবার সকালেই টুইটারে দেওয়া এক পোস্টে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নিজ দেশকে রক্ষার অধিকার সবারই রয়েছে। আজেরিরা শেষ দিন পর্যন্ত নিজের দেশকে রক্ষা করবে।

ওয়াশিংটনের মধ্যস্থতায় যখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হচ্ছে তখনও আজারবাইজান সীমান্তে ঢুকে পড়ে আর্মেনিয়ার একটি যুদ্ধবিমান। পরে সেটি ভূপাতিত করে আজেরি বাহিনী।

ইরান জানিয়েছে, আজারবাইজান ও আর্মেনিয়ার সঙ্গে সীমান্তে তারা সামরিক উপস্থিতি কয়েকগুণ বাড়িয়েছে। দুই প্রতিবেশী দেশের যুদ্ধে ইরান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্যই এই ব্যবস্থা। এর আগে আজারবাইজান ও আর্মেনিয়ার গোলাবর্ষণের মাঝে পড়ে ইরানের সীমান্তবর্তী একটি অঞ্চল বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই দেশের কাছেই কড়া প্রতিবাদ জানায় তেহরান।

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এ সংঘাতে এরইমধ্যে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। উভয়পক্ষেরই দুই হাজারেরও বেশি করে মানুষ প্রাণ হারিয়েছে।

আর্মেনিয়ার অন্তত তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করা কথা জানিয়েছে আজেরি বাহিনী। বিদ্যমান সংঘাতে নিজ দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আর্মেনিয়া। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ বাস্তবতা স্বীকার করেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি বলেন, আর্মেনিয়ার 'বহু হতাহত' হয়েছে। তবে এখনও সেনাবাহিনী কারাবাখের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ হয়েছে।

সাবেক সোভিয়েত দেশগুলোর সামরিক জোটের সদস্য আর্মেনিয়া, যার নেতৃত্বে রয়েছে রাশিয়া। আবার আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক। তুর্কি ও আজেরি রাজনীতিকরা দুই দেশের সম্পর্ককে ব্যাখ্যা করতে একটি বাক্য ব্যবহার করে থাকেন। এটি হচ্ছে, ‘এক জাতি, দুই দেশ।’ দুই দেশের মানুষের ভাষা, সংস্কৃতি ও ধর্মের মিল রয়েছে। সূত্র: ডি ডব্লিউ, বিবিসি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৪ ইউরোপীয় দেশকে সতর্ক করলো ইসরায়েল
হাঙ্গেরিতে রেস কারের ধাক্কায় নিহত ৪
সর্বশেষ খবর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি