X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পকে প্রশংসার বন্যায় ভাসালেন মেলানিয়া

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ১২:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১২:২৮
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চাইতে এককভাবে নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় মঙ্গলবার নির্বাচনী প্রচারে নেমে ট্রাম্পকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্পকে প্রশংসার বন্যায় ভাসালেন মেলানিয়া

গত সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে নির্বাচনি প্রচারে নামার কথা ছিল মেলানিয়ার। তবে করোনামুক্ত হওয়ার পরও কাশি থেকে যাওয়ায় তার সেই সময়ের প্রচার কর্মসূচি বাতিল হয়। করোনামুক্ত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো প্রচারে নামলনে।

ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত পেনসিলভানিয়ায় মেলানিয়া তার স্বামী ট্রাম্পের প্রশংসা করে বলেন, ‘ডোনাল্ড একজন লড়াকু। তিনি এই দেশকে ভালোবাসেন। আপনাদের জন্য তিনি প্রতিদিন লড়ছেন।’

মেলানিয়া বলেন, ‘আমাদের পরিবারে করোনা শনাক্ত হওয়ার পর আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সমর্থন জুগিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি।’

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে এ পর্যন্ত ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের কথা স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মেলানিয়া ট্রাম্প। বলেন, আমি জানি এখানে অনেক মানুষ আছেন যারা এই নীরব শত্রুর (করোনাভাইরাস) কারণে তাদের প্রিয়জন বা পরিচিত মানুষকে হারিয়েছেন। তাদের এই দুঃসময়ে আমার পরিবারের প্রার্থনা ও সমবেদনা রইল।

একই সঙ্গে আমেরিকান চেতনাকে কোভিড-১৯ এর চেয়ে শক্তিশালী উল্লেখ করে এই ভাইরাসের বিরুদ্ধে জয়লাভের আশা প্রকাশ করেন মেলানিয়া।

ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়ে দ্বিমত প্রসঙ্গে মেলানিয়া বলেন, তিনি যেভাবে বিভিন্ন বিষয় বলেন অনেক সময় আমি তার সঙ্গে একমত থাকি না। তবে তিনি যাদের জন্য কাজ করে যাচ্ছেন তাদের সঙ্গে সরাসরি বিভিন্ন বিষয়ে কথা বলাটা তার জন্য গুরুত্বপূর্ণ। মেলানিয়ার দাবি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির নাগরিকেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিনই তাদের প্রেসিডেন্টের কাছ থেকে সরাসরি ও তাৎক্ষণিক বার্তা পাচ্ছেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়