X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

টাইগ্রেতে চূড়ান্ত সামরিক অভিযানের ঘোষণা ইথিওপিয়ার

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০২০, ২০:৫৫আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৬:০৮
image

স্বাধীনতাকামী উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকায় শিগগিরই চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযান শুরু হবে বলে সতর্ক করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। মঙ্গলবার তিনি জানান আঞ্চলিক নেতাদের এবং সেখানকার বিশেষ বাহিনীকে আত্মসমর্পণের জন্য বেধে দেওয়া সময়সীমা আজ শেষ হয়ে যাচ্ছে। ফলে টাইগ্রের রাজধানী মেকেল্লে অভিমুখে চূড়ান্ত অভিযানের পথ সুগম হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। টাইগ্রেতে চূড়ান্ত সামরিক অভিযানের ঘোষণা ইথিওপিয়ার

২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে আবি আহমেদ ক্ষমতা আসার পর আফ্রিকার দেশ ইথিওপিয়ার রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হতে শুরু করে। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে তারই হাত ধরে। এই কারণে ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় নোবেল শান্তি পুরস্কার পান তিনি। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় প্রশংসিত হলেও নিজ দেশের স্বাধীনতাকামী অঞ্চল টাইগ্রেতে শান্তি ফেরাতে তেমন পদক্ষেপ নেননি তিনি। উল্টো ব্যাপক রাজনৈতিক সংস্কারের নামে টাইগ্রেয়ানদের কোণঠাসা করে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর প্রভাবেই টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ চরম আকার ধারণ করে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। 

প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের শত শত মানুষ নিহত হয়েছে। গত সপ্তাহে টাইগ্রেয়ান বাহিনী প্রতিবেশি ইরিত্রিয়ায় রকেট হামলা চালালে উত্তেজনা আরও বাড়তে শুরু করে। এই সংঘর্ষের কারণে ইথিওপিয়ার অন্যান্য অঞ্চল ও হর্ন অব আফ্রিকায় অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। ইতোমধ্যে সংঘাত কবলিত এলাকা থেকে প্রায় ২৫ হাজার শরণার্থী সুদানে পালিয়ে গেছে।

ইথিওপিয়ার সরকারের জরুরি টাস্ক ফোর্স জানিয়েছে প্রধানমন্ত্রী আবি আহমেদ চূড়ান্ত অভিযানের বিষয়ে সতর্ক করার আগে মেকেল্লের বাইরে সরকারি বাহিনী সুনির্দিষ্ট স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। একইসঙ্গে স্থল বাহিনীও অগ্রসর হওয়া অব্যাহত রেখেছে। টাইগ্রের আঞ্চলিক সরকার বলছে, ইথিওপিয়ার সরকারি বাহিনীর ওই অভিযানে বেসামরিক মানুষ হতাহত হয়েছে। তবে ওই অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ার জরুরি টাস্ক ফোর্স।

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ লেখেন, ‘টাইগ্রে বিশেষ বাহিনী এবং মিলিশিয়াদের জাতীয় প্রতিরক্ষার কাছে আত্মসমর্পণের জন্য দেওয়া তিন দিনের আল্টিমেটাম... আজ শেষ হয়েছে। সময়সীমা শেষ হয়ে যাওয়ায় আগামী দিনে আইন প্রয়োগের চূড়ান্ত গুরুত্বপূর্ণ কাজ চালানো হবে।’

টাইগ্রে টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে একটি আবাসিক এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে। ওই বোমাবর্ষণে মেকেল্লের ভূমিতে গর্ত হয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্থ হওয়া বাড়ির ছাদও দেখানো হয়েছে। সেখানকার পরিস্থিতি বর্ণনা করে এক বাসিন্দা টেলিভিশনটিকে বলেন, ‘কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। বুম, বুম, বুম শুনতে পেয়ে আমি ঘরে ঢুকে যাই। পরে যখন বাইরে আসি তখন এইসব ধ্বংসযজ্ঞ দেখতে পাই।’

তবে যোগাযোগ বন্ধ এবং সংবাদমাধ্যমের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায় টাইগ্রে অঞ্চলের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য কঠিন করে তুলেছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা