X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উত্তরপ্রদেশে ধর্মান্তরের জন্য বিয়ে নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ১৯:১৮আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৯:১৯

ভারতের উত্তরপ্রদেশে ধর্মান্তরের জন্য বিয়ে নিষিদ্ধ করে নতুন একটি অর্ডিন্যান্স জারি করা হয়েছে। এই অর্ডিন্যান্স অমান্য করলে দশ বছর পর্যন্ত জেল ও ৫০ হাজার রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা রয়েছে। মূলত ‘লাভ জিহাদ’ বন্ধ করতেই এই আইন প্রণয়ন করেছে যোগী আদিত্যনাথের শাসনাধীন রাজ্য সরকার। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

উত্তরপ্রদেশে ধর্মান্তরের জন্য বিয়ে নিষিদ্ধ

অর্ডিন্যান্স অনুযায়ী, ধর্ম পরিবর্তন করার জন্য বিয়ে করা হলে, সেই বিয়ে বাতিল বলে গণ্য হবে। আর জোর করে ধর্ম পরিবর্তন করার জন্য এক থেকে পাঁচ বছরের জেল হবে। সঙ্গে ১৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা। দলিত ও আদিবাসীদের ক্ষেত্রে জেলের মেয়াদ হবে তিন থেকে দশ বছর। জরিমানা দিতে হবে ২৫ হাজার টাকা। আর মিথ্যা কথা বলে, প্রলোভন দেখিয়ে গণহারে ধর্মান্তর করলে দশ বছর পর্যন্ত জেলের পাশাপাশি ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে। নাবালিকাকে বিয়ের জন্য ধর্মান্তর করলেও একই সাজা হবে।

উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং আইনটির ব্যাখ্যা দিয়ে জানান, যদি কেউ বিয়ে করার জন্য ধর্ম বদল করতে চান, তা হলে তাকে জেলাশাসকের কাছে দুই মাস আগে আবেদন জানাতে হবে। তিনি অনুমতি দিলে ধর্মপরিবর্তন করা যাবে।

তবে এই অনুমতি কতটা পাওয়া যাবে তা নিয়ে বিরোধী নেতাদের যথেষ্ট সন্দেহ আছে। কারণ, আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে অনুমতি না দেওয়ার সম্ভাবনা বেশি বলে তারা মনে করছেন।

সিদ্ধার্থ নাথও জানিয়ে রেখেছেন, সাধারণ আইনশৃঙ্খলা রক্ষা করতে এবং মেয়েদের, বিশেষ করে দলিত ও আদিবাসীদের ন্যায়ের জন্য এই অর্ডিন্যান্স জরুরি ছিল।

অর্ডিন্যান্সে বলা হয়েছে, জোর করে, লোভ দেখিয়ে, জালিয়াতি করে বা বিয়ের জন্য যে ধর্মান্তর করা হয়নি, সেটা প্রমাণ করার দায় অভিযুক্তের উপর থাকবে। অথবা যারা ওই বিয়ে বা ধর্মান্তরের সঙ্গে যুক্ত থাকবেন, তাদেরকে প্রমাণ করতে হবে। আর জোর করে ধর্মান্তর করা হলে জামিনও পাওয়া যাবে না। পরে বিধানসভায় বিল পেশ করে আইনও করা হবে।

সম্প্রতি কানপুর পুলিশ বলেছিল, গত দুই বছরে ১৪টি ভিন্নধর্মের ছেলে-মেয়ের বিয়ে হয়েছিল। তারা প্রতিটি ঘটনা তদন্ত করে দেখেছে। এগারোটি ক্ষেত্রে দেখা গেছে কোথাও নাম বদল করে, কোথাও নাবালিকাকে বিয়ে করা হয়েছে। সেই সব ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রবীণ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য বলেছেন, এই অর্ডিন্যান্স করা হয়েছে হিন্দুত্বের বার্তা দেওয়ার জন্য। এটি অনেকটা নাগরিকত্ব আইনের মতো। নাগরিকত্ব নিয়ে আইন থাকা সত্ত্বেও নতুন আইন করা হয়েছিল। সেটাও বার্তা দেওয়ার জন্যই। এখানেও সেই একই উদ্দেশ্যে অর্ডিন্যান্স করা হয়েছে। 

/এএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি