X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ধর্ষকদের নপুংসক করার খসড়া আইনের অনুমোদন পাকিস্তানে

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ২২:৩৮আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১২:২৫
image

ক্রমে বাড়তে থাকা ধর্ষণের ঘটনা রোধে কঠোর শাস্তির বিধান করতে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে পাকিস্তানের মন্ত্রিসভা। এতে ধর্ষণের সংজ্ঞায় বদল আনার পাশাপাশি শাস্তি হিসেবে যুক্ত হয়েছে রাসায়নিকভাবে নপুংসক করে দেওয়া এবং মৃত্যুদণ্ডের বিধান। ধর্ষণবিরোধী দুটি মৌলিক আইনে সংশোধনী এনে এসব বিধান যুক্ত করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া সংশোধনী অনুমোদন করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পাকিস্তানে জোরালো হয়েছে ধর্ষণবিরোধী প্রতিবাদ

২০১৮ সালের জানুয়ারিতে পাকিস্তানের লাহোরে সাত বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ ও হত্যা এবং সম্প্রতি লাহোরের রাজপথে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা দেশটিতে আলোড়ন তোলে। দাবি ওঠে যৌন নিপীড়নের শাস্তির কঠোরতা বাড়ানোর। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর পাঞ্জাব প্রদেশের একটি সড়কে ডাকাতির সময় এক নারীকে তার সন্তানদের সামনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাকিস্তান জুড়ে বিপুল প্রতিবাদ হয়েছে।

এসব ঘটনার জেরে মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে ধর্ষণবিরোধী (তদন্ত ও বিচার) অর্ডিন্যান্স ২০২০ এবং পাকিস্তান পেনাল কোড (সংশোধনী) অর্ডিন্যান্স ২০২০। এসব সংশোধনী অনুমোদনকে বড় সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ধর্ষণের সংজ্ঞায় বদল এনে এতে ‘তৃতীয় লিঙ্গ’ এবং ‘সংঘবদ্ধ ধর্ষণ’ যোগ করা হয়েছে। খসড়া এই আইনে নিষিদ্ধ করা হয়েছে চিকিৎসকদের বিতর্কিত ‘দুই আঙুল’ পরীক্ষা।

মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্য মন্ত্রী শিবলী ফারাজ বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা ধর্ষণবিরোধী অর্ডিন্যান্স অনুমোদন করেছে যাতে ধর্ষণের মৌলিক সংজ্ঞা বদল করা হয়েছে এবং সংঘব্ধ ধর্ষণের কঠোর শাস্তি ও মৃত্যুদণ্ডের পরামর্শ দেওয়া হয়েছে।’ এক সপ্তাহের মধ্যে এসব অর্ডিন্যান্স চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী ড. শিরীন মাজারি এক টুইট বার্তায় জানান, এবার বৈধ মামলা নিষ্পত্তিকরণ বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিএলসি) এসব অর্ডিন্যান্স চূড়ান্ত করবে এবং আগামী কয়েক দিনের মধ্যে এটি কার্যকর হবে। তিনি জানান, সংশোধনীর মাধ্যমে ধর্ষণের সংজ্ঞা সম্প্রসারণের পাশাপাশি বিশেষ আদালত, অ্যান্টি-রেপ ক্রাইসিস সেল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এছাড়া ঘটনার শিকার এবং প্রত্যক্ষদর্শীদের সুরক্ষার নিশ্চয়তা রাখা হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে দুই আঙুল পরীক্ষা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া