X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আমাদের নয়, পাঞ্জাবের কৃষকেরা দায়ী: হরিয়ানার মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ১৮:১৩আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৮:১৩
image

রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে তীব্র বিরোধে জড়িয়েছেন ভারতের দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার বিক্ষোভের জন্য দায়ী করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে। কেন্দ্রীয় সরকার প্রণীত বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে হাজার হাজার কৃষকের এই বিক্ষোভে পাঞ্জাবের কৃষকেরা জড়িত বলে মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। নিজ রাজ্যের কৃষকেরা এবং পুলিশ এই বিক্ষোভ নিয়ে সহনশীলতা প্রদর্শন করেছে বলেও দাবি করেন তিনি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার

সেপ্টেম্বরে ভারতে নতুন কৃষি আইন পাস হওয়ার পর থেকেই কৃষকরা বিক্ষুব্ধ। গত তিন দিন ধরে পাঞ্জাব ছাড়াও হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক রাজধানী দিল্লির দিকে অগ্রসর হয়ে সীমান্তের কাছাকাছি পৌঁছেছেন। কৃষিনির্ভর দুই রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবে এই কৃষক আন্দোলন বেশি জোরালো। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলন ঠেকানোর সহিংস প্রচেষ্টার জন্য সমালোচনার মুখে পড়েছেন হরিয়ানার মনোহার লাল খাট্টারের নেতৃত্বাধীন সরকার ও পুলিশ।

শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার সাংবাদিকদের বলেন, ‘পাঞ্জাবের কৃষকেরা বিক্ষোভ করছে। হরিয়ানার কৃষকেরা বাইরে আছে। ধৈর্য্যধারণ করায় হরিয়ানার কৃষক এবং পুলিশদের ধন্যবাদ জানাই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দায়ী এবং তিনিই এই বিক্ষোভে উস্কানি দিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বেয়ারারা এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে।’

এর একদিন আগে হরিয়ানা সীমান্তে কৃষকদের বাধা দেওয়ার ঘটনায় মনোহার লাল খাট্টারকে দায়ী করেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাস্তায় পরিখা খুড়ে, টিয়ারগ্যাস আর জলকামান ব্যবহার করে কৃষকদের উস্কানি দিচ্ছে হরিয়ানা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে খাট্টারকে ট্যাগ করে তিনি লেখেন, ‘প্রায় দুই মাস ধরে কৃষকেরা শান্তিপূর্ণভাবে পাঞ্জাবে প্রতিবাদ করেছে... হরিয়ানার সরকার কেন বলপ্রয়োগ করে তাদের উস্কানি দিচ্ছে?’  খাট্টারের কাছে তিনি জানতে চান, ‘সরকারি মহাসড়ক ধরে শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অধিকার কি কৃষকদের নেই?’

ওই পোস্টে পাল্টা জবাব দিয়ে মনোহার লাল খাট্টার লেখেন, ‘গত তিন দিন ধরে আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু আপনি যুক্ত হবেন না বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন- কৃষকদের ইস্যু আপনার কাছে কি এই রকম গুরুত্ববহ? আপনি কেবল টুইট করে চলেছেন আর আলোচনা থেকে দূরে থাকছেন। কেন?’

উল্লেখ্য, লোকসভার শেষ অধিবেশনে বিতর্কিত কৃষি বিল পাস করে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও বিলটি ধ্বনি ভোটে পাস করানো হয়। তার পর থেকেই ভারতের সব চেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক দুই রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষক বিক্ষোভ শুরু হয়। শীতে কার্যত কোনো ফসল বোঝাই ট্রাক পাঞ্জাব থেকে বের হতে দিচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার নতুন আইন বলবৎ করে কৃষকদের স্বার্থে আঘাত করেছে। তবে সরকারের দাবি এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না।

/জেজে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া