X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়লেন বাইডেন

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১৮:১১আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৯:৩৫
image

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেস টিমের জ্যেষ্ঠ সদস্যদের নাম ঘোষণা করেছেন। ঊর্ধ্বতন সবগুলো পদে নারীদের নিয়োগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম হোয়াইট হাউজের যোগাযোগ বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সব পদে নারীরা নিয়োগ পেলেন।

ইতিহাস গড়লেন বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নেমে প্রথম থেকেই নারীদের গুরুত্ব দিচ্ছেন বাইডেন। তিনি তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বেছে নিয়েছিলেন কমলা হ্যারিসকে। এবার সিনিয়র প্রেস টিমে শুধু নারীদেরই নিলেন তিনি। এই দলের নেতৃত্ব দেবেন কেট বেডিংফিল্ড। তিনি আগে বাইডেনের প্রচারণার সময় গঠিত যোগাযোগ টিমে ডেপুটি পরিচালক ছিলেন।

বাইডেন বলেছেন, ''আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, এই প্রথম হোয়াইট হাউজের সিনিয়র কমিউনিকেশন টিমের সব সদস্য নারী। এই যোগ্য, অভিজ্ঞ সদস্যরা তাদের বৈচিত্র্যপূর্ণ কাজের মাধ্যমে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।''

বাইডেনের প্রেস টিমের সিনিয়র সাত জনের মধ্যে চারজন শ্বেতাঙ্গ নন। বারাক ওবামার আমলের কমিউনিকেশন ডিরেক্টর জেনিফার সাকিকে তিনি প্রেস সেক্রেটারি নিয়োগ করেছেন। দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের মুখপাত্র জেনিফার জানিয়েছেন, প্রেস টিমে অত্যন্ত প্রতিভাবান সদস্যরা আছেন। তারা সকলেই নারী। এদের ছয়জন মা, যাদের কম বয়সী শিশু আছে।

টিম বাইডেনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম থেকেই আমেরিকার বহুত্ববাদ ও বৈচিত্র্যকে ধরে রাখার কথা বলে এসেছেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি সেই কাজটাই করছেন। যে প্রেস টিম তিনি বেছে নিয়েছেন, তারা কেবল নারীই নন, এই বৈচিত্র্যও বহুত্ববাদের প্রতিনিধি।

প্রেসিডেন্টের কমিউনিকেশন ডিরেক্টর করা হয়েছে কেট বেডিংফিল্ডকে। বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন,  বেডিংফিল্ড তখন তার কমিউনিকেশন ডিরেক্টর ছিলেন। তিনি বাইডেন ও কমলা হ্যারিসের প্রচারের সময় মুখপাত্রের কাজও করেছেন।

ট্রাম্পের সময়ও প্রেস টিমে নারীরা ছিলেন। তবে তার মিডিয়া টিম সংবাদমাধ্যমের বিরুদ্ধে চরম আক্রমণাত্মক মনোভাব নিয়েছিল। সাংবাদিকদের সঙ্গে নিয়মিত বিবাদে জড়িয়েছেন ট্রাম্প। বাইডেনের টিম সম্পর্কে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি হোয়াইট হাউজের রক্ষণশীল ধারা অনুসরণ করবেন। মিডিয়ার সঙ্গে ট্রাম্পের মতো সংঘাতে জড়াবেন না। প্রেসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা আনতে দিতে চাইবেন না তিনি।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা