X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিজ্ঞানী খুন নিয়ে গুজবের বিরুদ্ধে হুঁশিয়ারি ইরানের

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২০, ২২:৩৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১১:৩৫
image

ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসিন ফাকরিজাদেহকে খুনের পর গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মনস্তাত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এই প্রচারণার বিরুদ্ধে সতর্ক করে দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞানী খুন নিয়ে গুজবের বিরুদ্ধে হুঁশিয়ারি ইরানের

মোহসিন ফাকরিজাদেহকে খুনের জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করে আসছে ইরান। সোমবার রাতে এক ইন্সট্রাগ্রাম পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ জানান, ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে জাতিসংঘের তালিকা থেকে মোসাদের কাছে ফাকরিজাদেহ’র নাম পৌঁছায়।

ওই দাবি সত্যের ‘১৮০ ডিগ্রি উল্টো’ বলে দাবি করেন জাভেদ জারিফ। তিনি জানান, ২০০০ সালের মাঝামাঝি থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মোহসিন ফাকরিজাদেহকে চেনে। পরে তাদের এক প্রস্তাবের মাধ্যমেই এই পরমাণু বিজ্ঞানীর ওপর ২০০৭ সালে নিষেধাজ্ঞার তালিকায় স্থান দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

ইরানের রাজধানী তেহরানের বাইরে গত শুক্রবার দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে তেহরান। তবে দেশ দুটি এখন পর্যন্ত এই বিষয়ে নিরবতা বজায় রেখেছে। অপর দিকে জাতিসংঘ ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ জানান পরমাণু বিজ্ঞানী খুন হওয়ার পর হাজার টুইট বিশ্লেষণ করে দেখেছে তেহরান। এসব টুইটের ৭৯ শতাংশ গুজব ছড়ানোর উদ্দেশে করা হয়েছে বলে জানান তিনি। পারমাণবিক চুক্তি,  পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনা এবং ইরানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতির বিরোধিতার নামে এসব গুজব ছড়ানো হয়েছে বলে জানান তিনি। এসব টুইটের মাত্র ২১ শতাংশে এই জঘন্য অপরাধের নিন্দা করা হয়েছে বলে জানান তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ জানান এক বছরেরও কম সময় আগে ইরানের বাইরে থেকে খোলা ৯৩ শতাংশ অ্যাকাউন্ট ব্যবহার করে এসব গুজব ছড়ানো হয়েছে। তিনি বলেন, পরমাণু বিজ্ঞানী খুন আর এসব গুজব ছড়ানোর উদ্যোগ একই সূত্রে বাধা। এসবের বিরুদ্ধে সতর্ক করেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা