X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি কারাগার থেকে ১৫ মাস পর মুক্তি পেলেন ফিলিস্তিনি শিক্ষার্থী

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২০, ২৩:২৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২৩:২৫
image

গ্রেফতারের ১৫ মাস পর ফিলিস্তিনি শিক্ষার্থী মায়েস আবু ঘোসাকে (২২) মুক্তি দিয়েছে ইসরায়েলি বাহিনী। বিরজেইত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থীকে ২০১৯ সালের আগস্টে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আদেশে নিষিদ্ধ করা ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ স্টুডেন্ট পোলের সদস্য হওয়া এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে শিক্ষার্থীদের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ গঠন করা হয়। এছাড়া আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ফিলিস্তিনি শিক্ষার্থী মায়েস আবু ঘোসা

ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার নিয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পর শিক্ষার্থী মায়েস আবু ঘোসার বিরুদ্ধে শত্রুর সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়। এছাড়া তার বিরুদ্ধে হিজবুল্লাহ সমর্থক একটি বার্তা সংস্থায় কাজ করার অভিযোগও আনা হয়।

গ্রেফতারের ১৫ মাস পর প্রায় ছয়শ’ মার্কিন ডলার জরিমানা করে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের দামুন কারাগার থেকে মুক্তির পর তাকে জালামেহ চেকপয়েন্টে নিয়ে যায় ইসরায়েলি কর্তৃপক্ষ। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছের এই চেকপয়েন্টেই পরিবার ও বন্ধুরা স্বাগত জানায় এই ফিলিস্তিনি শিক্ষার্থীকে।

বেশ কয়েকটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে গ্রেফতারের পর জেরুজালেমের একটি ইসরায়েলি জিজ্ঞাসাবাদ কেন্দ্রে শারিরীক ও মানসিক নির্যাতনের কথা বলেছেন আবু ঘোসা। গ্রুপগুলো জানায় তাকে পঙ্গু করে কিংবা মানসিকভাবে বিধ্বস্ত করে পরিবারের কাছে ফেরত পাঠানোর হুমকিও দেওয়া হয়। এছাড়া অন্য ফিলিস্তিনি বন্দিদের চিৎকার ও নির্যাতনের শব্দও শুনতে বাধ্য করা হয় তাকে।

মুক্তি পাওয়ার এক দিন পর আবু ঘোসা আল জাজিরাকে বলেছেন, জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের সময় তার সঙ্গে যেসব আচরণ করা হয়েছে তার সবকিছুই প্রকাশ করতে চান তিনি। ফিলিস্তিনি এই শিক্ষার্থী মনে করেন তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অন্য যেকোনও ফিলিস্তিনি নাগরিকের সঙ্গেও করা হতে পারে। 

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী