X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দামেস্কে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৫

দামেস্কে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ সিরিয়ার রাজধানী দামেস্কে শিয়াদের একটি মাজারের কাছে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার দামেস্কের দক্ষিণাঞ্চলের ওই মাজারের কাছে তিন দফায় এসব হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস- এর বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
বিস্ফোরণে একটি বাস স্টেশন ও সামরিক সদর দফতরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাইয়েদা জয়নব নামের ওই মাজার সংলগ্ন এলাকায় এ বোমা হামলা চালানোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (‌আইএস)।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে মাজারের পাশেই আগুন জ্বলতে দেখা যায়।

জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে যখন জেনেভায় শান্তি আলোচনা চলছে তখন এ হামলার ঘটনা ঘটলো। তিনটি হামলার মধ্যে দুটি ছিল আত্মঘাতী এবং অপরটি ছিল গাড়িবোমা হামলা।

সাইয়িদা জয়নাব মাজার সিরিয়ার শিয়াদের কাছে খুব গুরুত্বপূর্ণ এলাকা বলে বিবেচিত। এই এলাকাটি দেশটির শিয়া যোদ্ধাদের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। গত বছরের ফেব্রুয়ারিতেও সাইয়িদা জয়নাব মাজার এলাকায় হামলা হয়েছিলো।

এদিকে শান্তি আলোচনায় যোগ দিতে জেনেভায় পৌঁছালেও শর্ত পূরণ না হলে যে কোনও সময় আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করার হুমকি দিয়েছে সিরিয়ার বিদ্রোহীদের অন্যতম অংশ এইচএনসি।

আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছানোর পর শনিবার সন্ধ্যায় আল জাজিরার সঙ্গে কথা বলেন এইচএনসির মুখপাত্র সালেম আল মেসলেত।

আলোচনার ব্যাপারে সালেম আল মেসলেত বলেন, ‘আমরা কার্যকর শান্তি আলোচনা চাই, কিন্তু ক্ষমতাসীনদের পক্ষ থেকে যথাযথ গুরুত্ব দেখতে পাচ্ছি না।’

তিনি আরও জানান, নারী ও শিশুদের সরকারি কারাগার থেকে মুক্তি, বিমান হামলা বন্ধ ও সরকার অধ্যুষিত নগরীগুলোতে আন্তর্জাতিক সহায়তা পৌঁছানো তাদের প্রধান দাবি। সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!