X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতে বিদেশি ছাত্রীকে প্রকাশ্যে যৌন নিপীড়ন

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৫

ভারতের বেঙ্গালুরুতে প্রকাশ্যে এক বিদেশি শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছে। সোমবার রাতে তাঞ্জানিয়ার ওই নারী শিক্ষার্থীকে নগ্ন করে পিটিয়ে, ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতে নিযুক্ত তাঞ্জানিয়ান দূতাবাস তরুণীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারকে অনুরোধ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে।
নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনি কলেজের শিক্ষার্থী। রবিবার রাতে তিনি নিজের ওয়াগন-আর গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় তার গাড়ির গতিরোধ করে দাঁড়ায় দুই শতাধিক লোক। এই স্থানে মাত্র আধা ঘণ্টা আগে, আরেকটি কার রাস্তায় এক নারীকে চাপা দিলে তার মৃত্যু হয়। ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন ওই বিদেশি ছাত্রী।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের অজুহাত, ওই বিদেশি ছাত্রীর গাড়ির নিচেই চাপা পড়েছিলেন নিহত নারী। এই অজুহাতকে হাতিয়ার করে ওই বিদেশি ছাত্রীর ওপর প্রকাশ্যে যৌন নিপীড়ন চালানো হয়।
বেঙ্গালুরুর অল আফ্রিকান স্টুডেন্টস ইউনিয়ন দাবি করেছে, কার থেকে টেনে হিঁচড়ে ওই ছাত্রীকে নামানো হয়। এরপর নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। এক সময় ওই শিক্ষার্থী পালিয়ে একটি বাসে ওঠেন। তখন যাত্রীরা তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

ডেকান ক্রনিকল জানিয়েছে, এরপর যখন উদ্বিগ্ন একজন প্রত্যক্ষদর্শী ওই ছাত্রীকে একটি টি-শার্ট দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন তখন লোকজন তাকেও মারধর করে। ওই শিক্ষার্থীর গাড়ি ওয়াগন-আর এবং দুর্ঘটনা ঘটানো কারটিতে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ কমিশনার এন এস মেঘারিক জানান, পদচারী নিহত হওয়ার পর ঘাতক কারের চালকের ওপরও হামলা চালানো হয়। তাঞ্জানিয়ার শিক্ষার্থী ও তার বন্ধুরা পরে ঘটনাস্থলে পৌঁছান। উপস্থিত লোকজন ভুল করে ভেবেছিল দুর্ঘটনার জন্য শিক্ষার্থী ও তার বন্ধুরা দায়ী।

বুধবার স্থানীয় পুলিশ সপ্তগিরি হাসপাতালে গিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে।

ঘটনার প্রতিক্রিয়ায় এক টুইটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তাঞ্জানিয়ার তরুণীর ওপর বেঙ্গালুরুতে ঘটা লজ্জাজনক ঘটনায় আমরা গভীর ব্যথিত।’ রাজ্য সরকারকে সব বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন