X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিরীয় শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় পারস্পরিক দোষারোপ

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০০
image





জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় একে অপরকে দায়ী করেছে সিরিয়ার সরকার ও বিদ্রোহী পক্ষ। সরকারি পক্ষের অভিযোগ, তুরস্ক আর উপসাগরীয় দেশগুলোর ইশারায় বিদ্রোহী পক্ষ আলোচনা স্থগিতের পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে আলোচনা স্থগিত হওয়ার জন্য সরকারি বাহিনীর ক্রমাগত বোমা হামলা আর বেসামরিক নাগরিকদের খাবারের সঙ্কট তৈরিকে দায়ী করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।
এর আগে সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলা সংঘাত অবসানে জেনেভায় চলমান শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডে মিসতুরা। তিনি বলেন, ‘আলোচনায় অগ্রগতির বড় অভাব রয়েছে।’ তবে আলোচনা এখনো পুরোপুরি ব্যর্থ হয়নি দাবি করে মিসতুরা বলেন, ২৫ ফেব্রুয়ারি নতুন করে আলোচনা শুরু হবে।

শান্তি আলোচনা চলার সময়ও সিরিয়ায় অব্যাহত থাকে বোমা হামলা
তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আলোচনায় ফিরবে না বিদ্রোহীদের প্রতিনিধিত্বকারী কমিটি এইচএনসি। এইচএনসি’র প্রধান সমন্বয়ক রিয়াদ হিজাব বলেন, ‘গোটা বিশ্ব দেখছে কারা আদতে আলোচনাকে ব্যর্থ করেছে, কারা বোমা বেসামরিক নাগরিকদের ওপর বোমা ফেলছে এবং লোকজনকে খেতে না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।’
এদিকে সিরিয়ার গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত তহবিলের যোগান দিতে বৃহস্পতিবার লন্ডনে বৈঠক করছেন দাতা দেশের নেতারা। ৭০টিরও বেশি দেশ বৈঠকে অংশ নিচ্ছে। আর এ বৈঠকের মাধ্যমে কয়েকশো কোটি ডলার সহায়তা পাওয়া যাবে বলে আশা করছে জাতিসংঘ।
উল্লেখ্য, সিরিয়ায় ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। ১ কোটি ১০ লাখ মানুষ হয়েছেন ঘরহারা। যুদ্ধ পরিস্থিতি থেকে বাঁচতে অনেকেই সাগরপথে পাড়ি জমাচ্ছেন ইউরোপীয় দেশগুলোতে। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়