X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনি প্রতিবন্ধীর হুইলচেয়ারে ইসরায়েলি ঘৃণার বেসাতি (ভিডিও)

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২১
image



হুইলচেয়ার ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন ইসরায়েলি পুলিশ নারী আর শিশুরা তো কোনদিনই বিবেচ্য হয়নি, এবার জায়নবাদী ঘৃণার বেসাতি আঁচড়ে পড়ল এক ফিলিস্তিনি প্রতিবন্ধীর হুইলচেয়ারে। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে হুইলচেয়ারে বসা এক ফিলিস্তিনি প্রতিবন্ধীকে ইসরায়েলের বর্ডার পুলিশের সদস্যরা ধাক্কা দিচ্ছেন; এমন একটি দৃশ্য ধরা পড়েছে স্থানীয় এক মানবাধিকারকর্মীর ক্যামেরায়। এরইমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর ইসরায়েলি বাহিনীর তরফে বলা হয়েছে, ভিডিওটি তদন্ত করা হচ্ছে। এক ইসরায়েলি মুখপাত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরা জানায়, হেবরন শহরে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে ইসরায়েলি বাহিনী। তখনই ওই ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ নারীকে উদ্ধারের জন্য স্থানীয় ফিলিস্তিনিরা এগিয়ে গেলে ইসরায়েলি পুলিশ তাদের সরিয়ে দেয়। এরই এক পর্যায়ে এক বর্ডার পুলিশ সদস্য হুইলচেয়ারে থাকা ওই পঙ্গু ফিলিস্তিনিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। সে সময় উপস্থিত মানুষজন পঙ্গু ফিলিস্তিনিকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের দিকেও বন্দুক উঁচিয়ে ধরেন। ওই পঙ্গু ফিলিস্তিনি খুব বেশি আঘাত পাননি বলে জানা গেছে।
ইসরায়েলের আইন মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন,  পুলিশের তদন্ত বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফিল্ড জানান, ওই ভিডিও ধারণের অল্পকিছু আগেই সেখানে একটি ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা হয়েছিল। তিনি বলেন, ‘সেখানে লোকজন ভীড় করে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। অপরদিকে বর্ডার পুলিশ তাদের বিরত রাখার চেষ্টা করে। ওই হুইলচেয়ারে থাকা ব্যক্তিও সেই ভীড়ের অংশ।’ এই ঘটনাটি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে চলমান অস্থিরতারই অংশ।

উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর থেকে এখন পর্যন্ত অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময়ে ফিলিস্তিনিদের হামলায় ২৭ ইসরায়েলি নাগরিকও নিহত হন। সূত্র: আল জাজিরা

 

/এসএ/এফইউ

সম্পর্কিত
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ