X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
নেহেরু বিশ্ববিদ্যালয় নিয়ে উত্তেজনা

কানহাইয়াকে পেটানো হয়নি, বললেন পুলিশ কমিশনার!

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪২
image

কানহাইয়ার সমর্থক এক আইনজীবীকে পেটাচ্ছেন অন্য আইনজীবীরা ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে বিচারাধীন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে আদালত প্রাঙ্গণে ‘পেটানোর’ অভিযোগ অস্বীকার করেছেন দিল্লির পুলিশ কমিশনার বি এস বাস্যি। তার দাবি, পুলিশ গোটা পরিস্থিতি সামলাতে পেরেছে। তবে কানহাইয়ার আইনজীবীর দাবি, বিপুল পুলিশের উপস্থিতি থাকার পরও তার মক্কেলকে আদালতের ভেতরে হামলা ও পিটুনির শিকার হতে হয়েছে। আর কানহাইয়ার ওপর হামলাকারী বিজেপিপন্থী আইনজীবীর দাবি, এ হামলা  মৌলিক দায়িত্ব ছিল। এদিকে পাটিয়ালা হাউজ কোর্টে শুনানির সময় কানহাইয়া জানান, তিনি ভারতের ঐক্যে বিশ্বাস করেন কিন্তু কোনও অসাংবিধানিক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করেন না।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) শুনানির জন্য কানহাইয়াকে আদালত প্রাঙ্গণে নেওয়া হলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দ্বিতীয়বারের মতো নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করেন আইনজীবীদের একটি দল। এক পর্যায়ে কানহাইয়ার ওপরও হামলা হয় বলে অভিযোগ ওঠে।
তার আইনজীবী বৃন্দা গোভারের অভিযোগ, আদালত প্রাঙ্গণে আইনজীবীরা যখন স্লোগান দিচ্ছিলেন তখন তাকে ৪ নাম্বার কোর্টে যেতে বলা হয়। এরপর কানহাইয়াকে দ্রুত ৩ নাম্বার কোর্টের দিকে নিয়ে যেতে দেখা যায় বলে জানান বৃন্দা। এরপর কালো চশমা পরিহিত এক লোককে বের হয়ে আসতে দেখা গেছে জানিয়ে বৃন্দা বলেন, পুলিশ কর্মকর্তারা তার পরিচয় জানতে চাইলে সে ব্যক্তি ধমক দিয়ে চলে যান। সন্দেহ হওয়ায় তিন নাম্বার কোর্টে কানহাইয়াকে খুঁজতে গিয়ে তাকে বিধ্বস্ত অবস্থায় পেয়েছেন বলে দাবি করেন বৃন্দা। তাকে কানহাইয়া জানান, চশমা পরা এক লোক তাকে পিটিয়েছে।

নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতা কানহাইয়া কুমার

তবে এ অভিযোগ নাকচ করে দিয়ে দিল্লি পুলিশ কমিশনার বাস্যি বলেন, ‘আমি মনে করি না কানহাইয়াকে পেটানো হয়েছে। সেখানে খুব ধাক্কাধাক্কি হচ্ছিলো। আমরা আগে থেকেই ধাক্কাধাক্কি হবে বলে ধারণা করেছিলাম আর তাই ব্যাপক পুলিশ পাহারায় আনা নেওয়া করা হয়েছে। আমাদের পুলিশ কর্মকর্তারা তার খেয়াল রেখেছেন। কানহাইয়াকে পুলিশ সদস্যরা ঢেকে রেখেছিলেন।’

আদালত প্রাঙ্গণে হামলার সময় পুলিশ কেন ব্যবস্থা নেয়নি তা জানতে চাওয়া হলে বাস্যি সাংবাদিকদের বলেন, ‘তা ঠিক হতো না। কারণ আইনজীবীরা আদালতেরই কর্মকর্তা। আর আমরা যখন এক্ষেত্রে কর্মকর্তাদের মোকাবিলা করি তখন তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া যায় না।’

কানহাইয়া কুমারের ওপর হামলাকারী আইনজীবীদের একজন সুরিন্দর ত্যাগী। কানহাইয়ার বিরুদ্ধে হামলা চালিয়ে মোটেও অনুতপ্ত নন বলে দাবি করেন তিনি। ত্যাগীর দাবি, ‘ভারতবিরোধীদের’ ওপর হামলা করা তার মৌলিক দায়িত্ব ছিল। আর সে দায়িত্ব পালন করতেই অন্য আদালতে নিজের মামলা ফেলে রেখে পাটিয়ালা হাউজ কোর্টে হামলা চালাতে আসেন তিনি। সাময়িকভাবে পুলিশের কাছে আটক হলেও পরে ছাড়া পেয়ে যান এ আইনজীবী।

তবে আদালতে জামিন আবেদনের বিরুদ্ধে শুনানি চলার সময় নিজেকে দেশদ্রোহী নন বলে দাবি করেছেন কানহাইয়া। তিনি বলেন, ‘আমি ভারতের ঐক্য ও অখণ্ডতায় বিশ্বাস করি, অসাংবিধানিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করি না।’

গত ৯ ফেব্রুয়ারি ভারতের পার্লামেন্টে হামলার দায়ে দোষী সাব্যস্ত আফজাল গুরুকে ২০১৩ সালে ফাঁসিতে ঝোলানোর বর্ষপূর্তি পালন করে ভারতের জওহরলাল বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী। সেসময় তারা ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। পরে বিজেপি নেতা মহেশ গিরি ও বিজেপির ছাত্র শাখা এবিভিপির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেফতার করা হয়। সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু

/এফইউ/বিএ/

সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন