X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অবশেষে হদিস মিললো সেই ব্রিটিশ তরুণীর

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৫
image

ব্রিটিশ তরুণী গ্রেইস টেইলর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে নিখোঁজ হওয়া ২১ বছর বয়সী ব্রিটিশ তরুণী গ্রেইস টেইলরের সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ডোরসেট পুলিশের তরফে জানানো হয়েছে যে, থাইল্যান্ডের ক্রাবি বিমানবন্দরে তাকে রাখা হয়েছে এবং টুরিস্ট পুলিশের এক কর্মকর্তা তার দেখাশোনা করছেন।
সোমবার মেয়ের নিখোঁজ হওয়ার সংবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন গ্রেইসের মা স্যাম টেইলর। আর মঙ্গলবার পুলিশের কাছ থেকে মেয়েকে খুঁজে পাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ফেসবুকে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে স্যাম লিখেছেন, ‘আমাদের গ্রেইসকে খুঁজে পাওয়া গেছে। কী হয়েছিল আমরা সেটা জানি না। ওকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
এর আগে ৫দিন ধরে মেয়ের সন্ধান না পাওয়ায় সোমবার ফেসবুকে সহায়তার আবেদন জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন স্যাম। ফেসবুকে দেওয়া সে আবেদনমূলক পোস্টের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়,  গ্রেইস টেইলর একজন ব্যাকপ্যাকার। গত ১৬ ফেব্রুয়ারি থেকে তার হদিস মিলছে না বলে জানান স্যাম।
তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি ডোরসেট পুলিশ বরাবর একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করেন তারা।  এরপর ২২ ফেব্রুয়ারি গ্রেইস তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। স্যাম টেইলরের দাবি, তার মেয়ে ক্রাবি প্রদেশের আও নাং থেকে ফোন করেছিলেন। ফোনে তিনি মায়ের কাছে জানিয়েছিলেন যে, তাকে কেউ আঘাত করার চেষ্টা করছে এবং অনুসরণ করছে। বাড়িতে ফেরার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি।

স্যাম টেইলরের দাবি, তার মেয়ের কণ্ঠস্বর খুব ভীত মনে হচ্ছিল এবং তার মানসিক অবস্থা ভালো ছিল না। ফোনের পর মেয়েকে একটি ফ্লাইটের টিকিট বুক করে দেওয়া হলেও তিনি প্লেনে উঠতে পারেননি বলে সেসময় দাবি করেন মা।

ডোরসেট পুলিশ জানায়, ইন্টারপোলের তরফে তাদেরকে গ্রেইসকে খুঁজে পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তাকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী