X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কোলনে যৌন সহিংসতার বেশিরভাগ সন্দেহভাজনই ধরাছোঁয়ার বাইরে

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৫
image

জার্মানির কোলন শহরে বর্ষবরণ উৎসবে ব্যাপক যৌন নিপীড়নের ঘটনায় জড়িত বেশিরভাগ সন্দেহভাজনই ধরাছোঁয়ার বাইরে। তাদের কখনও আটক করা সম্ভব নয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোলনের পুলিশ প্রধান জুয়ের্গান ম্যাথিস।

জুয়ের্গান ম্যাথিস ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, কেবল সিসিটিভি ফুটেজ দেখেই যৌন নিপীড়কদের শনাক্ত করা সম্ভব নয়। তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ এতোটা ভালো নয় যে, এর সাহায্যে যৌন নিপীড়নের ঘটনা নিশ্চিতভাবে শনাক্ত করা যাবে। ফুটেজে আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ চুরি করছেন, কিন্তু এটুকুই। আমরা মূলত প্রত্যক্ষদর্শী এবং নিপীড়িতদের ওপর নির্ভর করে সন্দেহভাজনদের শনাক্ত করছি।’

জুয়ের্গান ম্যাথিস

তদন্তকারীরা এখন পর্যন্ত ৭৫ জন সন্দেহভাজনকে শনাক্ত করতে পেরেছেন। এদের বেশিরভাগই উত্তর আফ্রিকার অবৈধ অভিবাসী অথবা আশ্রয়প্রত্যাশী। ওই ঘটনায় নথিভুক্ত অপরাধের সংখ্যা ৫ শতাধিক। যার মধ্যে ৪০ শতাংশই যৌন নির্যাতনমূলক বলে জানিয়েছে পুলিশ।

বর্ষবরণের ওই অনুষ্ঠানের ঘটনায় দুই মরোক্কান এবং এক তিউনিশীয় চুরির অপরাধে অভিযুক্ত হয়ে বিচারের সম্মুখীন হচ্ছেন। বর্ষবরণের উৎসবে সংগঠিত অপরাধের মধ্যে এটিই প্রথম ঘটনা, যা নিয়ে বিচার প্রক্রিয়া চলছে। চুরির ঘটনায় অন্তত ১৩ জনকে গ্রেফতার করা হলেও যৌন নিপীড়নের অভিযোগে এখনও পর্যন্ত কেবলমাত্র এক আলজেরীয় শরণার্থীকেই গ্রেফতার করা হয়েছে।

কোলনের কেন্দ্রীয় রেল স্টেশন

উল্লেখ্য, ২০১৫ সালের শেষ প্রহরে সারা জার্মানি যখন নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মাতোয়ারা, তখন কোলনসহ হামবুর্গ এবং স্টুটগার্ট শহরে ব্যাপক যৌন নিপীড়নের ঘটনা ঘটে। সংঘবদ্ধ যৌন নির্যাতন চালানো হয় নারীদের ওপর। সবচেয়ে বড় চক্রটি সক্রিয় ছিল কোলনে। শহরের কেন্দ্রীয় রেল স্টেশনকে ঘিরে সেদিন সহস্রাধিক পুরুষ রীতিমতো ঝাঁপিয়ে পড়েন নারীদের ওপর। এছাড়াও ছিনতাই এবং লুটের ঘটনাও ঘটে। এ ঘটনায় জার্মানির পাশাপাশি বিশ্বজুড়ে ক্ষোভের ঝড় ওঠে। কোলনের তৎকালীন পুলিশ প্রধান উলফগ্যাং আলবেসকে দায়িত্বে অবহেলার অভিযোগে পদচ্যুত করা হয়। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে যে শর্ত দিলো চীন
ইউক্রেনকে আরও ১টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি
সর্বশেষ খবর
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
ঘাম কম হবে এই ১০ টিপস মানলে
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস