X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে ঠেকাতে জোট করার আহ্বান টেড ক্রুজের

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ১৫:৪৯আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৫:৫০
image

টেড ক্রুজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পাওয়ার জন্য সবচেয়ে বড় লড়াই হিসেবে পরিচিত ‘সুপার টিউসডে’তে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ব্যাপক জয় পেলেও তারা এখনও দলকে ঐক্যবদ্ধ করতে পারেননি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একাধিক রাজ্যে জয় লাভ করায় এখনও প্রার্থিতার লড়াই থেকে সরে দাঁড়াননি তারা। রিপাবলিকান নেতা ট্রাম্প নিজেকে ঐক্যবদ্ধকারী বলে দাবি করলেও তার দলের ভেতরে বিভক্তি আরও চরম হয়ে উঠেছে।  এমন অবস্থায় মার্কিন নির্বাচনে প্রার্থিতা পাওয়ার জন্য লড়াইয়ের ময়দান আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরইমধ্যে রিপাবলিকানদের ট্রাম্পের বিরুদ্ধে জোট করার আহ্বান জানিয়েছে এ দলেরই আরেক মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ।
গুরুত্বপূর্ণ ভার্জিনিয়া এবং ম্যাসাচুসেটসসহ সাত রাজ্যে জয়ী ট্রাম্পের ধারে কাছেও কেউ নাই। তবে টেক্সাস,আলাস্কা ও ওকলাহোমাতে বিজয় অর্জন করেছেন সিনেটর টেড ক্রুজ। আর সিনেটর রুবিও,যাকে অধিকাংশ রিপাবলিকান নেতা সবচেয়ে ‘নির্বাচনযোগ্য প্রার্থী’ হিসেবে মনে করেছেন, তিনি সান্ত্বনা পুরস্কার হিসেবে শুধু মিনেসোটায় সামান্য ব্যবধানে জয় লাভ করেছেন।
রিপাবলিকান নেতৃত্ব ট্রাম্পের পরিবর্তে একজন বিকল্প প্রার্থী খুঁজছে বলে জানা গেছে। আর এ কথা তারও অজানা নয়। এই বিষয়টিকে খেয়াল করেই ট্রাম্প প্রথমবারের মতো রিপাবলিকান নেতৃত্বের প্রতি নিজের কণ্ঠ নরম করেছেন। তিনি নিজেকে একজন ‘সাধারণ রক্ষণশীল’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি একজন ঐক্যবদ্ধকারী। এসবের শেষে আমি এক ব্যক্তির বিপরীতেই লড়বো, আর তিনি হিলারি ক্লিনটন।’ তিনি আরও বলেন, ‘আমি রিপাবলিকান দলের ভিত্তি সম্প্রসারিত করতে পেরেছি। আমি সবাইকে ঐক্যবদ্ধ করতে সক্ষম,সবাই যদি আমার পেছনে ঐক্যবদ্ধ হয়,তাহলে নভেম্বরে আমাদের বিজয় অনিবার্য।’

হিলারি ক্লিনটন

টেক্সাসে বিজয় অর্জনের পর সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে টেড ক্রুজ দাবি করেন,রিপাবলিকান দলে একমাত্র তিনিই ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করতে সক্ষম। তিনি জানান, এখন পর্যন্ত তিন রাজ্যে বিজয় অর্জন করে তিনি তা প্রমাণ করেছেন। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন,‘এখনই সময় রিপাবলিকান প্রার্থীদের মতভিন্নতা ভুলে ট্রাম্পের বিরুদ্ধে জোট বাঁধার। আর তাতে ব্যর্থ হলে শুধু যে রিপাবলিকান দল বিপর্যয়ের সম্মুখীন হবে তা-ই নয়,পুরো দেশ এক সংকটে নিক্ষিপ্ত হবে।’

সাউথ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সতর্ক করেছেন, ‘পার্টির নেতাদের ট্রাম্পের সাথে লড়াই যে কোনও মূল্যে বন্ধ করতে হবে। তা না হলে স্বতন্ত্র ভোটারদের নিজেদের দিকে টানা যাবে না। আর এমনটা হলে আমরা হোয়াইট হাউজে আবারও ডেমোক্র্যাটদের দেখতে পাব।’ তিনি পার্টি সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমরা বর্তমানে এমন এক অবস্থায় রয়েছি, যেখান থেকে আমাদের টেড ক্রুজকে সমর্থন করা উচিত।’

এদিকে, সিনেটের সংখ্যালঘু নেতা হ্যারি রেইড বলেছেন, ‘আট বছর ধরে রিপাবলিকানরা যে ভিত্তি তৈরি করেছেন, এখন তারই প্রতিফলন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা যা বপন করেছেন, তারই ফল তারা পাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘রিপাবলিকানদের দেখলে মনে হয়, তারা যেন দেশব্যাপী ট্রাম্পের জয়ী হওয়ায় অবাক হচ্ছেন। কিন্তু বহুদিন ধরে তারা এই রাজনৈতিক চর্চাই করে গেছেন। অভিবাসীদের বিরুদ্ধে তাদের দলীয় অবস্থান রয়েছে। আর তাই আজ আমরা দেখতে পাচ্ছি, কু ক্লাক্স ক্ল্যান-এর সাথে সম্পর্ক থাকার পরেও একজন ব্যক্তিকে দলীয় নেতা-কর্মীরা সমর্থন দিয়ে যাচ্ছেন।’

অন্যদিকে, ‘সুপার টিউসডে’তে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে হিলারির সাত জয়ের পর ডেমোক্র্যাটদের অনেকেই তাকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাবছেন। কারণ তারা মনে করেন তিনি প্রগতিশীলদের নিজের কাছে টানতে পারেছেন। তবে নিজের রাজ্য ভারমন্ট সহ চার রাজ্যে জয়ী হওয়ায় এখনও লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্যান্ডার্স। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘রাজনৈতিক বিপ্লব শুরু হয়ে গেছে।’ তার প্রচারণা পরিচালক জেফ ওয়েভার বলেন, ‘আমি মনে করি, এটা বলা দরকার যে, আমরা একটা চমৎকার রাত কাটিয়েছি। আমরা ৫টিতে লড়েছি ৪.৯টিতে জয়ী হয়েছি।’

তবে ডেলিগেট সমর্থনের ক্ষেত্রে স্যান্ডার্স থেকে হিলারি অনেক এগিয়ে রয়েছেন। হিলারির যেখানে ১,০০১ জন ডেলিগেটের সমর্থন রয়েছে, সেখানে বার্নি স্যান্দার্সের রয়েছে মাত্র ৩৭১ জনের সমর্থন। সূত্র: দ্য গার্ডিয়ান।  

/এসএ/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!