X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
দিল্লি সরকারের তদন্ত

‘তিনটি ভিডিও ভুয়া, রাষ্ট্রবিরোধী স্লোগান দেননি কানহাইয়া’

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ২০:৩৮আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২০:৩৮
image

কানহাইয়া কুমার জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানহাইয়া কুমারের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া’র অভিযোগের প্রমাণ পাননি দিল্লি সরকারের নিয়োগকৃত তদন্তকারীরা। দিল্লির জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমারের নেতৃত্বে হওয়া ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কানহাইয়ার বিরুদ্ধে যায়, এমন কোনও সাক্ষ্য-প্রমাণ তারা পাননি। ‌উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী স্লোগানের অভিযোগের ওপর ভিত্তি করেই কানহাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে পুলিশ। গতকাল বুধবার ছয়মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।
দিল্লি সরকার গঠিত তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়, নেহেরু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এরইমধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করেছেন। তবে কানহাইয়া কুমার যে স্লোগান দিয়েছেন সে ব্যাপারে প্রত্যক্ষ্যদর্শীর বর্ণনা কিংবা ভিডিও পাওয়া যায়নি।
তদন্তকারীরা জানান, গত ৯ ফেব্রুয়ারি আফজাল গুরুর ফাঁসির বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠানের ৭টি ভিডিও পাওয়া গেছে যেগুলো পরে হায়েদ্রাবাদভিত্তিক ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে তিনটি সাজানো ছিল যার একটি টিভি চ্যানেলের ক্লিপ।
সঞ্জয় কুমার বলেন, ‘বেশ কয়েকটি ভিডিওতে উমর খালিদকে দেখা গেছে। আর কাশ্মির ও আফজাল গুরুর প্রতি তার সমর্থনের কথা আগে থেকেই সবার জানা। তিনিই ওই বিক্ষোভের আয়োজক। তার ভূমিকার ব্যাপারে আরও বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন।’

উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি রাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য। পরে তাদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আফজাল গুরুর সমর্থনে আয়োজিত বিতর্কিত কর্মসূচিতে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ১২ ফেব্রুয়ারি কানহাইয়া কুমারকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডে রাখা হয়। পরে আদালত তাকে ২ মার্চ পর্যন্ত কারাগারে পাঠান। এর মধ্যে ২৫ ফেব্রুয়ারি পুলিশের আবেদনের প্রেক্ষিতে রিমান্ডে নেওয়া হয়। পরদিন পুনরায় তাকে তিহার জেলে পাঠানো হয়।

পুলিশের দাখিল করা অভিযোগে বলা হয়েছে, কানহাইয়া শুধু দেশবিরোধী স্লোগানই দেননি বরং ওই বিতর্কিত কর্মসূচির আয়োজকদেরও একজন ছিলেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে কানহাইয়া কুমারকে গ্রেফতারের বিরুদ্ধে তুমুল প্রতিবাদের মুখে গত ১৩ ফেব্রুয়ারি দিল্লি সরকার ওই তদন্ত দলটি গঠন করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/


সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
সর্বশেষ খবর
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ