X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পশ্চিম তীরে ৪১টি ফিলিস্তিনি স্থাপনা গুঁড়িয়ে দিলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০১৬, ১৩:১৯আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৩:২১
image

পশ্চিম তীরে ৪১টি ফিলিস্তিনি স্থাপনা গুঁড়িয়ে দিলো ইসরায়েল পশ্চিম তীরের উত্তরাঞ্চলে গত সপ্তাহে ফিলিস্তিনিদের একটি স্কুলসহ বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১০টি ফিলিস্তিনি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। শুক্রবার জাতিসংঘের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।
জাতিসংঘের মানবিক ও উন্নয়নমূলক সহায়তা সমন্বয়কারী সংস্থার বিবৃতিতে বলা হয়, বুধবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলের খিরবেত টানা গ্রামে বুধবার ফিলিস্তিনি স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। জাতিসংঘের হিসেব অনুযায়ী ওইদিন সর্বমোট ৪১টি ভবন ধ্বংস করা হয়েছে, যার কারণে ১১ শিশুসহ ৩৬ জন ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ‘২০০৯ সাল থেকে এ বছর পর্যন্ত মাত্রাগত দিক থেকে ফিলিস্তিনি স্থাপনা ধ্বংসের হার সর্বোচ্চ। খিরবেত টানা গ্রামটিতে প্রায় আড়াইশো মানুষের বসবাস; যারা পশুপালন ও চাষাবাদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রশিক্ষণের উদ্দেশ্যে ওই এলাকাটিকে ‘ফায়ারিং জোন ঘোষণা করা হয়েছিল এবং সেখানে বাসিন্দাদের ভবন নির্মাণের অনুমতি দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল। আর সেকারণে বার বার এলাকাটির বাসিন্দাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সবশেষ, স্থাপনা ধ্বংসের কাজ চলেছিল ৯ ফেব্রুয়ারি।’
মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় নিয়োজিত জাতিসংঘের বিশেষ সমন্বয়ক নিকোলে ম্লাদেনভ বলেন, ‘চলতি বছরের শুরু থেকে সপ্তাহে গড়ে যতগুলো স্থাপনা ধ্বংস করা হয়েছে তা আগের বছরের সাপ্তাহিক গড়ের তুলনায় তিন গুণ বেশি।’
উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরের ১৮ শতাংশ এরঅকাকে ‘ফায়ারিং জোন’ ঘোষণা করে রেখেছে ইসরায়েলি বাহিনী। আর এসব এলাকার মধ্যে ৩৮টি ফিলিস্তিনি কমিউনিটির বসবাস। এসব এলাকায় ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েলি বাহিনী। আর তা উপেক্ষা করলেই ফিলিস্তিনিদের বাড়ি-ঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ২০১৫ সালে এ নিষেধাজ্ঞা বন্ধ করা হলেও ২০১৪ সালের জুলাই থেকে তা নতুন করে শুরু হয়।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৯০ হাজার ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়ার হুমকিতে রয়েছে। সূত্র: আলজাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়