X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কাশ্মির বিতর্কে এবার ঘি ঢাললেন নিবেদিতা মেনন

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৬, ২৩:১৫আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২৩:২৪

নিবেদিতা মেনন কাশ্মির নিয়ে গত কিছুদিন ধরে ভারতে চলমান বিতর্ক থামছেই না। এবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) অধ্যাপক নিবেদিতা মেনন দাবি করেছেন, ভারত অবৈধভাবে কাশ্মির দখল করে আছে। কাশ্মির ভারতের অংশ নয়। তাই কাশ্মিরের স্বাধীনতার দাবি ন্যায্য। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে জেএনইউ-এর সমসাময়িক রাজনীতি ও রাজনৈতিক তত্ত্ব বিষয়ক অধ্যাপক ও  নারীবাদী হিসেবে পরিচিতি নিবেদিতা মেনন এ দাবি করেন।
২২ ফেব্রুয়ারি জেএনইউ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যের ধারণ করা এক ভিডিওতে দেখা যায় নিবেদিতা মেনন বলছেন, ‘সবাই জানে যে, ভারত অবৈধভাবে কাশ্মিরকে দখল করে রেখেছে। আর সবাই তা মেনেওনিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভারত বিশেষ সেনা আইনের নামে কাশ্মিরের অধিকাংশ জায়গা দখল করে রেখেছে। কাশ্মিরে ও ছত্তিশগড়ে ভারত নৃশংসতা চালিয়েছে।’
নিবেদিতা বলেন, ‘ভারত জোর করে কাশ্মির ও মনিপুর দখল করে রেখেছে। টাইম বা নিউজ উইকের মতো বিদেশি প্রকাশনায় প্রকাশিত ভারতের মানচিত্রে কাশ্মিরের মানচিত্র একেবারেই ভিন্ন। এসব ম্যাগাজিনের হাজার হাজার কপি পোড়ানো হয়েছে, সেন্সরশিপ আরোপ করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। যখন পুরো বিশ্ব একে দখলদারিত্ব বলছে, তখন আমাদের উচিত ওই স্বাধীনতার জন্য স্লোগানের পক্ষে দাঁড়ানো।’

ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে নিবেদিতা মেনন বলেন, ‘আমরা মনে করি গণতন্ত্র খুবই শক্তিশালী, যদি তাই হয় তবে কেন ভারতবিরোধী স্লোগান উঠলে গ্রেফতার হতে হয়। যদি প্রতিবার ভারতবিরোধী স্লোগান উঠলে গ্রেফতার হতে হয়, তবে বলতে হয় গণতন্ত্র শক্তিশালী নয়। বন্দুক ও কামানই কথিত গণতন্ত্রকে শক্তিশালী ও সুসংহত রাখে।’

এদিকে, ভারতীয় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সম্পর্কিত ছাত্র সংগঠন এবিভিপি নিবেদিতা মেননের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। এক বিবৃতিতে ওই সংগঠনটি জেএনইউ ছাত্র সংসদকে এই বক্তব্যের সমালোচনা করতে অনুরোধ জানিয়েছে। তারা অধ্যাপক নিবেদিতা মেননকে ক্ষমা চাইতেও বলেছে।

এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তৃতা দেওয়ার সময় ছাত্র সংসদের সভাপতি এবং কথিত রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত কানহাইয়া কুমার কানহাইয়া বলেছেন, কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন এবং আফস্পার (বিতর্কিত আইন) বিরুদ্ধে তিনি এবার আওয়াজ তুলতে চান। তার দাবি, ‘যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার মতো কাশ্মিরি নারীদের ধর্ষণ করছে ভারতীয় সেনা জওয়ানরা। এই পরিস্থিতি বদলাতেই হবে।’   

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি কাশ্মিরের স্বাধীনতাপন্থী হিসেবে পরিচিত আফজাল গুরুর ফাঁসির বিরোধিতা বিতর্কিত অনুষ্ঠান আয়োজন ও তাতে দেশবিরোধী বক্তব্য ও স্লোগান দেওয়ার অভিযোগে ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এরপর দেশদ্রোহিতার অভিযোগে ১২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমারকে। ২৩ ফেব্রুয়ারি উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। চলতি মাসের ২ তারিখ দিল্লির হাইকোর্ট কানহাইয়ার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/এএ/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ