X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য গ্রহণযোগ্য নয়: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২১, ১২:৪৩আপডেট : ২০ মার্চ ২০২১, ১২:৪৩

ভ্লাদিমির পুতিনকে খুনি আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। একজন রাষ্ট্রপতির জন্য এটি যথাযথ নয়। শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, পুতিন সম্পর্কে বাইডেন যে মন্তব্য করেছেন সেটি কোনও রাষ্ট্রপ্রধানের পক্ষে মানায় না।

তুরস্ক যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র হলেও এরদোয়ান সরকার রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদলের পর বিষয়টি আরও স্পষ্ট হয়।

ক্ষমতায় আসার আগেই ২০১৯ সালে এক সাক্ষাৎকারে এরদোয়ানকে একনায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন বাইডেন। তুরস্কে এরদোয়ানবিরোধীদের সমর্থন দেওয়ার কথাও বলেছিলেন তিনি। অন্যদিকে হোয়াইট হাউসে অভিষেকের পর বিশ্বনেতারা বাইডেনকে অভিনন্দন জানালেও শুভেচ্ছা বার্তা পাঠাতে সময় নেন এরদোয়ান। ২০ জানুয়ারি বাইডেন শপথ নিলেও এখনও পর্যন্ত প্রভাবশালী ন্যাটো মিত্র তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কোনও কথা হয়নি বাইডেনের। এমন পরিস্থিতিতেই শুক্রবার পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন এরদোয়ান।

সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গেও ব্যাপক মতপার্থক্য রয়েছে তুরস্কের। তবে মতবিরোধ সত্ত্বেও এরদোয়ান পুতিনকে একজন বন্ধু ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন।

এদিকে বাইডেনের ওই মন্তব্য নিয়ে ব্যঙ্গ করে বৃহস্পতিবার পুতিন বলেছেন, রতনে রতন চেনে।

উল্লেখ্য, রাশিয়ায় কিছু দিন আগে দেশটির শীর্ষ পুতিনবিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছে। কোনও রকমে প্রাণে বেঁচে এলেও এখন তিনি আবার কারাগারে। হাজার হাজার বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কিনা, এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’

জো বাইডেনের এমন মন্তব্যের পর রুশ-মার্কিন সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে তলব করেছে ক্রেমলিন। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে। এর মধ্যেই শুক্রবার ওই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন এরদোয়ান।

/এমপি/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?