X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রুশ টিভিতে ইউক্রেনে নিখোঁজ ২ মার্কিনির ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২২, ১৪:৪২আপডেট : ১৮ জুন ২০২২, ১৪:৪২

রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় দুই মার্কিন নাগরিকের ভিডিও প্রকাশ করা হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষে লড়াই করতে যাওয়া এই দুই মার্কিন নাগরিক গত সপ্তাহে নিখোঁজ হন। মস্কো জানিয়েছে, তাদের আটক করেছে রুশ বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জানান আলেকজান্ডার ড্রুক এবং অ্যান্ডি হুয়েনের হদিস জানেন না। মার্কিন সামরিক বাহিনীর সাবেক এই দুই কর্মকর্তার আত্মীয়রা তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

শুক্রবার সন্ধ্যায় রুশ সাংবাদিক রোমান কোসারেভ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি আরটি চ্যানেলে কর্মরত এই সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, আলেকজান্ডার ড্রুক ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন।

আলেকজান্ডার ড্রুক বলেন, ‘মা, আমি কেবল জানাতে চাই বেঁচে আছি আর আশা করি যত তাড়াতাড়ি পারি বাড়ি ফিরবো’। ভিডিওতে মনে হয়েছে একটি অফিসে বসে আছেন এবং সামরিক পোশাক পরা থাকলেও ক্লান্ত। সংক্ষিপ্ত ভিডিওতে তিনি আরও বলেন, ‘আমার জন্য ডিজেলকে ভালবেস, তোমাকে ভালবাসি’। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ডিজেল হচ্ছে ড্রুকের কুকুর।

আরটি’র নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে অ্যান্ডি হুয়েনের আরেকটি ভিডিও প্রকাশ করা হয়। তাতে বলা হয় এই দুই মার্কিন নাগরিক ইউক্রেনের খারকিভ এলাকায় ‘রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে’। হুয়েন বলেন, তারা পিছু হটলে এবং কয়েক ঘণ্টা লুকিয়ে থাকার পরে, তারা রাশিয়ান সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেন।

তবে কোন পরিস্থিতিতে তারা কথা বলেছেন তা স্পষ্ট নয়। এছাড়া তাদের কেউ ধরে রেখেছে কিনা তাও বোঝা যায়নি।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়