X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যের সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন অ্যাসাঞ্জ?

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ১৭:২৫আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৭:৩২

জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ও বড় কর্পোরেশনের গোপন নথি ফাঁসকারী বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন। জুনে আগাম নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হওয়ার পর নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন অ্যাসাঞ্জ। কমনওয়েলথভুক্ত দেশ অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ার ফলে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অ্যাসাঞ্জের কোনও আইনি বাধাও নেই।

বুধবার একটি টুইটে অ্যাসাঞ্জ তার সমর্থকদের কাছে জানতে চেয়েছেন নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তারা কি ভাবছেন। টুইটে অ্যাসাঞ্জ ভক্তরা এ ধারনাকে সমর্থন জানিয়েছেন।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি শুধুই টুইটারেই সীমাবদ্ধ কিনা জানতে চাইলে ফেয়ারফ্যাক্স সংবাদমাধ্যমকে অ্যাসাঞ্জ জানান, সত্যিকার অর্থেই অ্যাসাঞ্জ বিষয়টি ভাবছেন।

যুক্তরাজ্যের সংসদ সদস্যদের (এমপি) সংসদে সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক নয়। সুইডেনে যৌন হয়রানির মামলা থাকলেও প্রাথমিকভাবে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা বাধা হবে না। কোনওভাবে নির্বাচিত হয়ে গেলেও অ্যাসাঞ্জের পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না। কারণ ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন অ্যাসাঞ্জ।

অ্যাসাঞ্জের টুইট

নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অ্যাসাঞ্জকে ৫০০ ব্রিটিশ জামানত দিতে হবে। প্রয়োজন হবে নির্বাচনি এলাকার দশজন ভোটারের সমর্থনমুলক স্বাক্ষর। যদি ৫ শতাংশ ভোট পান তাহলে জামানত ফেরত পাবেন।

এর আগেও নির্বাচনে প্রার্থী হয়েছেন অ্যাসাঞ্জ। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার সিনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে তিনি ৪১ হাজার ৯২৬ ভোট পেয়েছিলেন, যা মোট ভোটারের ১ দশমিক ২৪ শতাংশ।

সুইডেনে দুই নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন চালানোর অভিযোগ ওঠার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। তবে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়নি। অ্যাসাঞ্জের আশঙ্কা, তিনি সুইডেনে গেলে সুইডিশ সরকার তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রত্যর্পণ করবে, আর যুক্তরাষ্ট্র সরকার তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের নামে মৃত্যুদণ্ড দেবে। সূত্র: সিডনি মরনিং হেরাল্ড।

/এএ/

সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
সর্বশেষ খবর
বৃষ্টি এবং প্রেম
বৃষ্টি এবং প্রেম
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?