X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লন্ডন দূতাবাসে অ্যাসাঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইকুয়েডর

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৮, ০৮:২৩আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৫:১৭

বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও করপোরেশনের গোপন নথি ফাঁস করে আলোড়ন তোলা বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার ইকুয়েডর জানিয়েছে, বহির্বিশ্বের সঙ্গে লন্ডন দূতাবাসে অবস্থানরত অ্যাসাঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

জুলিয়ান অ্যাসাঞ্জ

ইকুয়েডর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাসে অবস্থানরত সময়ে অন্য কোনও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ২০১৭ সালে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন অ্যাসাঞ্জ। তাই যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭ সালে অ্যাসাঞ্জের সঙ্গে ইকুয়েডরের চুক্তি অনুসারে এমন কোনও বার্তা প্রকাশ করবেন না, যেটাকে অন্য দেশের সম্পর্কে হস্তক্ষেপ বলা যায়।

বিবৃতিতে এর বেশি কিছু জানানো হয়নি। তবে উল্লেখ করা হয়েছে, যদি অ্যাসাঞ্জ এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখেন তাহলে আরও পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার টুইটারে রাশিয়ার বিরুদ্ধে নার্ভ এজেন্ট ব্যবহারে যুক্তরাজ্যের অভিযোগকে চ্যালেঞ্জ করেন অ্যাসাঞ্জ। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যসহ ২০টিরও বেশি দেশের রুশ কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

পরে মঙ্গলবার অ্যাসাঞ্জ কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনকে জার্মানিতে গ্রেফতারের সমালোচনা করেন।

ইকুয়েডরের দাবি, দূতাবাসে বসে অ্যাসাঞ্জের এসব বার্তা যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির সুসম্পর্ককে ঝুঁকির মুখে ফেলছে।

উল্লেখ্য, ২০০৬ সালে বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকস প্রতিষ্ঠা করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ক্ষমতাশালীদের বিভিন্ন অপকর্মের গোপন দলিল প্রকাশ করে আসছে উইকিলিকস।

একপর্যায়ে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়। ২০১০ সালে সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ১৯ জুন গ্রেফতার এড়াতে তিনি ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। দূতাবাসে একটি ঘরকে শয়নকক্ষ ও অফিস হিসেবে ভাগ করে ব্যবহার করেন তিনি। সূত্র: এএফপি।

 

 

 

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র