X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘সৌদি ভাষ্যে যে কারও হাসি পাবে’

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ১৯:০৪আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৯:০৬
image

অনুসন্ধানী সাংবাদিক জামাল খোশেগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরবের সরবরাহকৃত ভাষ্যকে ‘বোকামো’ আখ্যা দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা গ্লেন কার্ল। তিনি আল জাজিরাকে  বলেছেন, ঘটনা ধামাচাপা দিতে সৌদি আরব যে গল্প বানিয়েছে, তা শুনলে  যে কারও হাসি পাবে। ‘সৌদি ভাষ্যে যে কারও হাসি পাবে’

গত ২ অক্টোবর খাশোগি নিখোঁজের পর থেকেই সৌদি আরব দাবি করে আসছিলো, তিনি ইস্তানবুলের সৌদি কনস্যুলেট থেকে বের হয়ে গিয়েছিলেন। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রথমবারের মতো দেশটি স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরেই হত্যা করা হয়েছে।

বিবৃতিতে সৌদি পাবলিক প্রসিকিউটর দাবি করেন, স্বেচ্ছায় নির্বাসনে থাকা খাশোগিকে সৌদি আরবে ফিরিয়ে আনার জন্য সাধারণ নির্দেশনা জারি ছিল। যখন খবর আসে ২ অক্টোবর খাশোগি ইস্তানবুল কনস্যুলেটে যাবেন বিয়ের জন্য কিছু নথিপত্র নিতে তখন জেনারেল আসিরি ১৫ সদস্যের একটি দল পাঠান এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা করতে। সৌদি কনস্যুলেটে দেখা করতে যাওয়া কয়েকজনের সঙ্গে খাশোগির লড়াই হয়। আর তাতেই খাশোগির মৃত্যু হয়। সিআইএর সাবেক কর্মকর্তা গ্লেন কার্ল একে বিশ্বাসযোগ্য মনে করেন না।

গ্লেন কার্ল বলছেন, দূতাবাসে হাতাহাতির ঘটনায় জামাল খাশোগির মৃত্যু হওয়ার যে গল্প সর্বশেষ তারা বলেছে তাতে অনেকেরই ভ্রুকুঞ্চিত হয়েছে। এ ধরনের ব্যাখ্যাকে নির্বুদ্ধিতা আখ্যা দেন তিনি।  কার্লের ভাষ্য, ‘৫৯/৬০ বছর বয়সী একজন ব্যক্তি দূতাবাসে ঢুকবেন। আর সেখানে ১৫ জন গুণ্ডার সঙ্গে মারামারিতে লিপ্ত হবেন, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। এই গল্প নির্বুদ্ধিতাপূর্ণ।’

খাশোগি হত্যাকে ভয়ঙ্কর ঘটনা আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটি আমাদের নজরের বাইরে ছিল না।’ কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগির হত্যাকাণ্ডকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বললেও এ নিয়ে সৌদি আবরের পক্ষ থেকে হাজির করা ভাষ্যকে বিশ্বাসযোগ্য ও প্রথম ইতিবাচক পদক্ষেপ আখ্যা দেন তিনি। সাংবাদিকদের বলেন,  ‘আমি মনে করি এটা একটা ভাল প্রথম পদক্ষেপ। এটা একটা বড় পদক্ষেপ। এর সঙ্গে অনেক অনেক মানুষ জড়িত আর আমার মনে হয়, এটা বিরাট পদক্ষেপ।’  তবে সৌদি আরবকে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়ে, এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আপরোপের সম্ভাবনা নাকচ করেছেন তিনি। 

কার্ল মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ঘটনার সৌদি ভাষ্য তার কাছে বিশ্বাসযোগ্য এবং দূতাবাসে যা ঘটেছে তা ‘আহাম্মকি ও আক্রমণাত্মক’ হলেও ‘সৌদিদের দ্বারা ঘটানো সম্ভব।’ কার্লের পর্যবেক্ষণ, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সৌদিরা যা বলছে ট্রাম্প তার সবই মেনে নিচ্ছেন।’

 

/এএমএ/বিএ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?