X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গাজায় ত্রাণ পাঠাবে যুক্তরাষ্ট্র: বাইডেন

বিদেশ ডেস্ক
২২ মে ২০২১, ১১:১০আপডেট : ২২ মে ২০২১, ১১:১০
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন যে জেরুজালেমের ফিলিস্তিনিদের মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে। আর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজায় মানবিক ত্রাণ পাঠাতে দিতে হবে। গত ২০ মে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলোচনায় এসব কথা বলেছেন বাইডেন। তিনি বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করারও প্রয়োজন রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় সাম্প্রতিক সহিংসতার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেওয়া বার্তা স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন, আরব কিংবা ইহুদি যেই হোক ইসরায়েলের সব নাগরিকের সঙ্গে সমান আচরণের ওপর জোর দেয় যুক্তরাষ্ট্র। জেরুজালেমে সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটানোর আহ্বান জানান তিনি। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনি জনগণের নেতা হিসেবে মেনে নিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।

মিসরের মধ্যস্ততায় যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেওয়ায় এবং তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কোনও নড়চড় হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

জো বাইডেন বলেন, গাজায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর পুনর্নির্মাণে অন্যান্য দেশের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র একটি বড় প্যাকেজ বাস্তবায়ন করবে। তবে এই প্যাকেজ বাস্তবায়নের সময় হামাস তাদের অস্ত্র ব্যবস্থা যাতে পুনর্নির্মাণ করতে না পারে তা খেয়াল রাখা হবে বলে জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!