মাংকিপক্সের সন্দেহভাজন রোগী হিসেবে বেশ কয়েক জনকে পরীক্ষা করে দেখছে কানাডার কুইবেক প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিরল হলেও এই ভাইরাসটি মারাত্মক হয়ে উঠতে পারে। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রে প্রথম একজনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির সম্প্রতি কানাডা সফরের ইতিহাস রয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে ইউরোপীয় স্বাস্থ্য কর্মকর্তারা বেশ কয়েক জন রোগী শনাক্তের কথা জানায়।
মাংকিপক্সের অসুস্থতা প্রায়ই সাধারণ ফ্লুজনিত উপসর্গ জ্বর, পেশীতে ব্যাথা, গলা ফোলা দিয়ে শুরু হয়। পরে মুখ এবং শরীরে চিকেনপক্সের মতো র্যাশ দেখা যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
কুইবেকের মন্ট্রিল শহরের সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে তারা অন্তত ১৩ রোগীকে পর্যবেক্ষণে রেখেছেন। যৌন সংক্রমিত এবং রক্তবাহিত সংক্রমণে বিশেষায়িত বিভিন্ন ক্লিনিকে রোগ নির্ণয়ের পর তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যেই সংক্রমণ নিশ্চিত হওয়া যাবে।
প্রতিবেশি যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং সিডিসি বুধবার দেশটির প্রথম আক্রান্ত রোগী শনাক্তের কথা নিশ্চিত করেছে। ম্যাসাচুসেটস স্বাস্থ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি মানুষের জন্য কোনও ঝুঁকি তৈরি করেনি আর ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি ভালো আছেন।
বাসাবাড়িতে ব্যবহৃত জীবাণুনাশকে ভাইরাসটিকে মারতে পারে বলে জানিয়েছে সিডিসি। সংস্থাটি বলেছে, এই ভাইরাসটি মানুষের শরীরের বিভিন্ন তরলের মাধ্যমে ছড়াতে পারে কিংবা আক্রান্ত রোগীর পোশাক ভাগাভাগিতেও রোগ ছড়ানোর ঝুঁকি থাকে।
গত দুই সপ্তাহে পর্তুগাল, স্পেন এবং যুক্তরাজ্যে মানকিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সূত্র: এএফপি