X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জর্জ বুশকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করলো এফবিআই

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২২, ১৭:৫৩আপডেট : ২৫ মে ২০২২, ১৭:৫৩

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর একজন সমর্থক। কিন্তু পরিকল্পনাটি জেনে যায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তাকে আটক করে পরিকল্পনাটি নস্যাৎ করা হয়েছে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

এই ঘটনায় ওহাইয়োর একটি বাসিন্দাদের আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মেক্সিকো থেকে ইরাকি আইএস কর্মীদের সে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চেয়েছিল। ওহাইয়োতে একটি ফেডারেল আদালতে তাকে হাজির করা হয়।

বিবিসি জানিয়েছে, এই পরিকল্পনা নস্যাৎ করতে এফবিআই তথ্যদাতা ও ইলেক্ট্রনিক সার্ভেল্যান্স ব্যবহার করে।

আদালতের নথি অনুসারে, সন্দেহভাজনের নাম শিহাব আহমদ শিহাব (৫২)। সে একজন ইরাকি নাগরিক এবং ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বাস করছে। সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছে।

এফবিআই-এর দাবি, পেশায় মানবপাচারকারী এক গোপন সূত্রকে শিহাব বলেছে যে, সে কাতারভিত্তিক আল-রায়েদ গোষ্ঠীর সদস্য।

এফবিআই সূত্রকে শিহাব আরও জানায়, ইরাকিদের হত্যা ও ইরাককে খণ্ড খণ্ড করার জন্য সে বুশকে হত্যা করতে চায়। অভিযানে ব্যক্তিগতভাবে সে অংশগ্রহণ করতে চায়।  

শিহাব পুলিশের ব্যাজ নকল করার চেষ্টা এবং মেক্সিকো সীমান্ত দিয়ে জঙ্গিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বুশকে হত্যার পর পালিয়ে যাওয়ার বিষয়ে অনুসন্ধান করছিল বলে এফবিআই দাবি করছে।

সে যে দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চেয়েছিল তাদেরকে গুপ্তহত্যার অভিযান পরিচালনার অভিজ্ঞতা থাকা ইরাকের গোয়েন্দা সংস্থা সাবেক এজেন্ট হিসেবে উল্লেখ করেছে।

এফবিআই-এর দ্বিতীয় আরেকটি সূত্রের সঙ্গেও যোগাযোগ রাখছিল শিহাব। দুই তথ্যদাতাই তার সঙ্গে বৈঠক রেকর্ড করেছে।

তাকে এখন অবৈধভাবে কাউকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য দশ বছর এবং সাবেক মার্কিন প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার পরিকল্পনা ও সহযোগিতার জন্য আরও ২০ বছর কারাদণ্ড ভোগ করা লাগতে পারে।

/এএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া