X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

স্ত্রীর সঙ্গে এলন মাস্কের সম্পর্কের অভিযোগ, বন্ধুত্ব ছিন্ন করলেন সের্গে ব্রিন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ০৩:৫৭আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৩:৫৭

ধনকুবের এলন মাস্ক ও গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গে ব্রিনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের অবসান ঘটেছে। ব্রিন অভিযোগ করেছেন, তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মাস্ক। আর এর জেরেই ওই যুগলের দাম্পত্য জীবনের অবসান ঘটে। রবিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ডিসেম্বরে ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহান ও এলন মাস্ক মিয়ামির আর্ট বেসিল ফেস্টিভ্যালে সম্পর্কে জড়ান। ওই সময়ে শ্যানাহান ও সের্গে ব্রিন আলাদা হলেও একই বাড়িতে থাকছিলেন। একই সময়ে এলন মাস্ক সঙ্গীতশিল্পী গ্রিমসের সঙ্গে কেবলই সম্পর্ক ভেঙেছিলেন।

মার্কিন জার্নালটি জানিয়েছে, এলন মাস্ক ও নিকোল শ্যানাহানের সম্পর্ক ছিল সংক্ষিপ্ত সময়ের। কয়েক সপ্তাহ এই সম্পর্কের পর সের্গে ব্রিনের সঙ্গে অসংলগ্ন মতপার্থক্যের কথা উল্লেখ করে দাম্পত্যের অবসান ঘটাতে বিচ্ছেদের আবেদন করেন শ্যানাহান।

কয়েকটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, এই বছর এক অনুষ্ঠানে ব্রিনের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা প্রার্থনা করেন এলন মাস্ক। তবে দুই ধনকুবেরের মধ্যে এখনও উত্তেজনা চলছে। ব্রিন তার উপদেষ্টাদের মাস্কের প্রতিষ্ঠানে থাকা ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করে দিতে বলেছেন।

এর আগে বেশ কয়েক বছর ধরে এলন মাস্ক ও সের্গে ব্রিনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সিলিকন ভ্যালিতে পরিদর্শনের সময় প্রায়ই ব্রিনের বাড়িতে থাকতেন মাস্ক। এছাড়া ব্রিন একবার বলেছিলেন, মৃত্যুর পর নিজের সম্পদ দাতব্যে দানের বদলে তিনি বরং তা মাস্ককে দিয়ে যেতে চান।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের এই খবরের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ফোর্বস ম্যাগাজিন যোগাযোগ করা হলেও তাতে সাড়া দেননি এলন মাস্ক, সের্গে ব্রিন ও নিকোল শ্যানাহানের প্রতিনিধিরা।

এলন মাস্কের ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক মাসে আরও অভিযোগ উঠেছে। গত মে মাসে ইনসাইডারের এক খবরে বলা হয়, ২০১৮ সালে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টের অভিযোগ মীমাংসা করতে মাস্কের কোম্পানি স্পেস এক্স আড়াই লাখ ডলার পরিশোধ করে। কোম্পানিটির একটি ব্যক্তিগত প্লেনে কাজ করতেন ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। তার অভিযোগ ছিল মাস্ক তাকে হয়রানি করেছেন। তবে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন ধনকুবের এলন মাস্ক।

এছাড়া এই মাসের শুরুতে ইনসাইডারের আরেক খবরে বলা হয়, গত নভেম্বরে এক নারীর যমজ শিশুর বাবা হয়েছেন এলন মাস্ক। ওই নারী তার সঙ্গে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় কাজ করতেন। পরে ওই নারীকে মাস্কের নতুন মস্তিষ্ক প্রতিস্থাপন স্টার্টআপ নিউরালিংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়। খবরের প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় মাস্ক লেখেন, কম জনসংখ্যার সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ সহায়তার চেষ্টা করেছেন।

/জেজে/
সম্পর্কিত
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস