X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জিজ্ঞাসাবাদে জবাব দেননি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২২, ২০:৪২আপডেট : ১০ আগস্ট ২০২২, ২০:৪২

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের জিজ্ঞাসাবাদে হাজির হলেও কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। বুধবার তার পারিবারিক ব্যবসা নিয়ে একটি বেসামরিক তদন্তের জিজ্ঞাসাবাদে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজির হয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর এক বিবৃতিতে তিনি একথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে প্রত্যেক নাগরিককে দেওয়া অধিকারের অধীনে আমি প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছি।

বুধবার সকালে ট্রাম্প টাওয়ার থেকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রওনা দেওয়ার সময় মুষ্টিবদ্ধ হাত তুলে ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলে লেটিশিয়া জেমস তদন্ত করছেন ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল স্টেটের মূল্য বাড়িয়ে তুলে ধরেছে কিনা। ট্রাম্প এবং তার প্রাপ্ত বয়স্ক দুই ছেলে জিজ্ঞাসাবাদ এড়াতে চেয়েছিলেন, কিন্তু আদালতে হেরে যান।

এর আগে মঙ্গলবার শেষ রাতের দিকে নিজের ট্রুথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, বুধবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করবেন তিনি।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে বুধবার সাক্ষ্য দেবেন ট্রাম্প। ইতোমধ্যে ট্রাম্পের ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রয়টার্স উল্লেখ করেছে, এই জিজ্ঞাসাবাদের তথ্য প্রকাশ করা হবে না।

অ্যাটর্নি জেনারেলের এক নারী মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্পের এক আইনজীবীও মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা