X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রকাশ হলো ট্রাম্পের আয়কর প্রদানের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২২, ২১:০৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ২১:০৯

ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একটি কমিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছয় বছরের আয়কর প্রদানের তথ্য প্রকাশ করেছে। শুক্রবার এসব নথি প্রকাশের ফলে দীর্ঘদিন ধরে চলমান লড়াইয়ের অবসান হলো। এমন সময় এগুলো প্রকাশ হলো যখন আর মাত্র কয়েক দিন পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ গ্রহণ করবে রিপাবলিকানরা।

২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের সংশোধিত আয়কর তথ্য প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টে কয়েক বছরের লড়াইয়ের সমঝোতা হয় গত মাসে। ৭৬ বছর বয়সী ট্রাম্পের এজন্য এটি বড় আঘাত। ক্ষমতায় থাকা অবস্থায় ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের দুইবার অভিশংসিত হয়েছিলেন তিনি। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে খালাস পান। ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার আগে এখন তিনি একাধিক আইনি বাধার মুখে পড়েছেন।

এই মাসের শুরুতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে সহিংসতার ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটি ফেডারেল প্রসিকিউটরদের নির্দেশ দিয়েচে ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অভিযোগ আনার জন্য।

প্রতিনিধি পরিষদের হাউজ ওয়েইজ ও মিনস কমিটির চেয়ারম্যান রিচার্ড নিল ২০১৯ সালে ট্রাম্পের আয়কর প্রদানের তথ্য চেয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, প্রেসিডেন্টে আয়কর রিটার্নের আইন মানা হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়া জরুরি কংগ্রেসের।

রিপাবলিকানরা দাবি করে আসছিল, এই পদক্ষেপের ফলে ব্যক্তিগত আয়কর প্রদানের তথ্য রাজনৈতিক অস্ত্রে পরিণত হওয়ার দিকে ধাবিত হতে পারে।

২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা ট্রাম্প কয়েক দশকের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী যিনি নিজের আয়কর প্রদানের তথ্য প্রকাশ করেননি। প্রতিনিধি পরিষদের কমিটির বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন তিনি যাতে করে এসব তথ্য গোপন থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কমিটির পক্ষে রায় দেয়।

কমিটির অনুসন্ধানে উঠে এসেছে, ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার আর্থিক নীরিক্ষা না করে আইন লঙ্ঘন করেছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। এর আগে জানা গিয়েছিল, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শেষ বছর, ২০২০ সালে ট্রাম্প কোনও আয়কর প্রদান করেননি। যদিও বাণিজ্যিক সাম্রাজ্য কোটি ডলার আয় করেছে।

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ক্ষমতা ছাড়া আগেই একটি বিল পাস করেছে। যাতে করে প্রেসিডেন্ট শপথ নেওয়ার ৯০ দিনের মধ্যে তার কর প্রদানের তথ্য নিরীক্ষা করে কর সংগ্রহকারী ইন্টারনাল রেভিনিউ সার্ভিস।

 

/এএ/
সম্পর্কিত
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা